আজহারের ফাঁসির আদেশ
প্রকাশিত হয়েছে : ৭:১৮:১৬,অপরাহ্ন ৩০ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
একাত্তরে রংপুরের আল বদর কমান্ডার ও বর্তমান জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি আনোয়ারুল হক এবং বিচারপতি জাহাঙ্গীর হোসেন আজ এই রায় দেন।
আজাহারের বিরুদ্ধে ৬টি অভিযোগের মধ্যে ৫টি প্রমাণিত হয়েছে। ৩টি অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ২, ৩ ও ৪ নম্বর অভিযোগে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। ১ নম্বর অভিযোগে প্রমাণিত হয়নি।
১৫৮ পৃষ্ঠার রায়ের সংক্ষিপ্ত অংশ পড়েন ট্রাইব্যুনাল-১ এর সদস্যরা।
এর আগে বেলা ১১টা দিকে আজহারকে এজলাসে তোলা হয়। সোয়া ১১টায় বিচারকরা এজলাসে ওঠেন। শুরুতেই ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম আদালতে উপস্থিত সাংবাদিক ও অন্যান্যদের উদ্দেশে বক্তব্য রাখেন। রায় পড়া শুরু করেন বিচারপতি আনোয়ারুল হক। রায়ের দ্বিতীয় অংশ পড়েন বিচারপতি জাহাঙ্গীর হোসেন। এরপর রায়ের মূল অংশ পড়েন বিচারপতি এনায়েতুর রহিম।