আজও খালেদার জন্য খাবার নিয়ে আসেন মহিলা নেত্রীরা
প্রকাশিত হয়েছে : ৮:০১:১৬,অপরাহ্ন ১৩ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: মহিলা দলের সিনিয়র ভাইসচেয়ারম্যান ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য রাবেয়া সিরাজের নেতৃত্বে সাত সদস্যর একটি প্রতিনিধি দল অবরুদ্ধ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে এসেছেন। এসময় তাদের হাতে শুকনো খাবার দেখা গেছে।
মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যারয়ে প্রবেশ করেন।
প্রতিনিধি দলের অন্যসদস্যরা হলেন,রোকসানা খানম মিতু, রহিমা শিকদার, শামিমা আকতার সাথী, সাবিনা ইয়াসমিন, সেলিমা রউফ, লাভলী।
দশম সংসদ নির্বাচনের বছরপূর্তির দিন ৫ জানুয়ারি বিএনপি ‘গণতন্ত্র হত্যা’ দিবস হিসেবে পালনের ঠিক দুদিন আগে শনিবার রাতে নিজের রাজনৈতিক কার্যালয়ে পুলিশ বেষ্টনীতে ‘অবরুদ্ধ’ হয়ে পড়েন খালেদা জিয়া। সেই থেকে এখন পর্যন্ত সেখানেই অবস্থান করছেন তিনি।
গত ৫ জানুযারি বিকেলে ‘গণতন্ত্র হত্যা’ দিবসে জনসভা ও কালো পতাকা মিছিলে অংশ নিতে পুলিশের বাধার মুখে বের হতে পারেননি। পরে সেখান থেকেই পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচির ডাক দেন তিনি।