আগৈলঝাড়ায় অপবাদ সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা
প্রকাশিত হয়েছে : ১:০২:৫৯,অপরাহ্ন ১২ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: বরিশালের আগৈলঝাড়ায় গৃহবধুকে অসামাজিক কর্মকান্ডের অপবাদ দেয়ায় বিষপানে আত্মহত্যা করেছে ওই গৃহবধু।
জানা গেছে, উপজেলার জোবারপাড় গ্রামের বিনোদ বৈরাগীর স্ত্রী ৪ সন্তানের জননী শিখা রানীকে স¤প্রতি নিজবাড়ি ও পাশের বাড়ির কয়েক ব্যাক্তি অসামাজিক কর্মকান্ডের অপবাদ দেয়। গ্রাম্য অপবাদ সইতে না পেরে শিখা শুক্রবার দুপুরে বিষপান করে। মূমূর্ষ অবস্থায় তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়া হলে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।
বিলম্ব প্রাপ্ত সূত্রে বরিশাল মডেল থানার এসআই সাইদুল ইসলাম জানান, লাশের সুরতাহাল রিপোর্ট করতে গিয়ে তিনি শিখার নিজ হাতের লেখা একটি সুইসাইড নোট পেয়েছেন। ওই সুইসাইড নোটে মৃত্যুর জন্য দায়ী কয়েক ব্যক্তির নাম উল্লেখ থাকলেও তদন্তের স্বার্থে তিনি তা প্রকাশে অপরাগতা প্রকাশ করেন।