আগৈলঝাড়ায় অগ্নিকান্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত
প্রকাশিত হয়েছে : ১১:০৪:৪৬,অপরাহ্ন ০৩ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: বরিশালের আেৈগলঝাড়ায় অগ্নিকান্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। জানা গেছে, উপজেলার কান্দিরপাড় বাজারে শুক্রবার দুপুরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মূহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী দোকানে ছড়িয়ে পরে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি। খবর পেয়ে গৌরনদী দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে পুড়ে কেশব বিশ্বাস, সুবোধ বাড়ৈর মুদী দোকান ও সঞ্জয় বাড়ৈর ওষুধের দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়। এতে কমপক্ষে পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।