আগে বিচার,পরে নিষিদ্ধ —জামায়াত প্রশ্নে সিলেটে আইনমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ৫:২৪:১০,অপরাহ্ন ১৬ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সন্ত্রাস সহিংসতার জন্য আগে জামায়াতের বিচার হবে। পরে নিষিদ্ধ করা হবে। রোববার দুপুরে সিলেটে আদালত ভবনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দ-াদেশপ্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করার জন্য ১৫ দিন অপেক্ষা করতে হবে ।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিভক্ত রায় যে বিচারক দিয়েছিলেন, সেটি এসে গেছে।’ তিনি বলেন, ‘যিনি (বিচারক) বিভক্ত রায় দিয়েছিলেন, তাঁর যে লেখা রায় বোধ হয় দু-একদিন আগে দিয়ে দিয়েছেন। কাদের মোল্লার (ফাঁসি কার্যকর হওয়া) যে রায় ছিল, সে রায়ে বলা হয়েছিল ১৫ দিনের মধ্যে রিভিউ করা যাবে।’ কামারুজ্জামানের ক্ষেত্রে আইনমন্ত্রী বলেন, ‘আসামি পক্ষ ১৫ দিনের মধ্যে রিভিউ করতে পারে, কিন্তু কার্র্যকর করার জন্য ১৫ দিন অপেক্ষা করতে হবে।’