আগাম জামিন পেলেন ফালু
প্রকাশিত হয়েছে : ১:০৮:২৫,অপরাহ্ন ১২ এপ্রিল ২০১৫
নিউজ ডেস্ক::
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও এনটিভির ব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দেক আলী ফালুকে দুই মামলায় এক বছরের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে দায়ের করা এক আবেদনের শুনানি শেষে রোববার বিচারপতি নিজামুল হকের নেতৃত্বাধীন একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। রাজধানীর খিলগাঁও ও মিরপুর থানায় দায়ের করা দুই মামলায় তাকে এক বছরের জন্য আগাম জামিন দেয়া হয়েছে বলে জানা গেছে।