আগাম জামিন চেয়েছেন ফখরুল
প্রকাশিত হয়েছে : ১১:১৬:৩৪,অপরাহ্ন ০৬ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: হাইকোর্টে আগাম জামিন আবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাজধানীর পল্টন ও মতিঝিল থানায় দায়ের করা চারটি মামলায় মঙ্গলবার ফখরুলের পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় অ্যাডভোকেট জয়নুল আবেদীন আগাম জামিনের এ আবেদন করেন।
একইসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ও যুগ্ম মহাসচিব আমানুল্লাহ আমানের পক্ষে পল্টন থানার দুটি ও মতিঝিল থানার এক মামলায় আগাম জামিনের আবেদন করা হয়েছে।
বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন অ্যাডভোকেট সগীর হোসেন লিয়ন।
তিনি বলেন, ‘বিকেলের মধ্যে বিচারপতি এবি মাহমুদুল হক ও বিচারপতি কাশেফা হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ আবেদনগুলোর শুনানি হতে পারে বলে জানা গেছে।’
মির্জা ফখরুল ইসলাম আলমীর গতকাল দুপুর থেকে জাতীয় প্রেসক্লাবে অবস্থান করছেন।