আগামী ২৪ সেপ্টেম্বর, ২০১৫ পৃথিবীর শেষ দিন!
প্রকাশিত হয়েছে : ১:৪০:৩৩,অপরাহ্ন ০৮ জুন ২০১৫
তথ্য প্রযুক্তি ডেস্ক :: গুজব না সত্যি? কন্সপিরাসি তাত্ত্বিকরা দাবি করছেন তিন মাসের মধ্যেই ধ্বংস হতে চলেছে মানব সভ্যতা। ২৪ সেপ্টেম্বর, ২০১৫ হয়ত আমাদের শেষ দিন।
বিভিন্ন ওয়েবসাইট ও ব্লগে প্রকাশিত হয়েছে পৃথিবী ধ্বংসের নতুন তথ্য। তাঁদের দাবি, এই বছর ২৪ সেপ্টেম্বর মহাকাশে পৃথিবীর সঙ্গে ধাক্কা লাগতে পারে একটি বড় গ্রহাণুর। তার জেরে পৃথিবীর সাজানো বাগান ধ্বংস হয়ে যাবে। মানব সভ্যতা বিলুপ্ত হতে পারে।
তাঁরা আরও দাবি করছেন, বিশ্বের ক্ষমতশালী দেশগুলির কাছে আসন্ন বিপর্যয়ের খবর রয়েছে। কিন্তু ‘অযথা আতঙ্কে’র ভয়ে তাঁরা প্রকাশ্যে নিয়ে আসছেন না। উল্টে সেই দেশের বেশকিছু ক্ষমতাবাণ ব্যক্তি ঘর গোছাছেন এই বিপর্যয়ের হাত থেকে বাঁচার জন্য।
নাসা যদিও এই তথ্য উড়িয়ে দিয়েছেন। নাসা সাফ জানিয়েছে, “তাদের কাছে পৃথিবীর সঙ্গে কোনও গ্রহণু বা ধূমকেতুর সংঘর্ষ হওয়ার কোনও খবর নেই। এমনকী আগামী একশো বছরেও এইরকম কিছু ঘটবে না।”