আগামী সপ্তাহে আপিল করবেন নিজামী
প্রকাশিত হয়েছে : ১১:২৫:০০,অপরাহ্ন ২২ নভেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
জামায়াত নেতা মতিউর রহমান নিজামী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করবেন আগামী সপ্তাহে।একশ আটষট্টিটি গ্রাউন্ডে তারা আপিল করবেন বলে জানান তার আইনজীবিরা।তবে প্রসিকিউশন মনে করছে, নিজামীর মামলায় আপিল আবেদন হলেও সাজা কমার কোনো সুযোগ নেই।
নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ১৬ অভিযোগের মধ্যে প্রমাণিত হয়েছে আটটি। এর মধ্যে বুদ্ধিজীবী ও গণহত্যাসহ চার অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেয় ট্রাইব্যুনাল।
এরই মধ্যে আপিল আবেদনের সব প্রস্তুতি নিয়েছেন নিজামীর আইনজীবীরা। তাদের দাবি, নিজামীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে রাষ্ট্রপক্ষ।
নিজামীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগে বুদ্ধিজীবী হত্যার বিষয়টি ছিল বলেও দাবি করছেন আসামির আইনজীবীরা।
আর রাষ্ট্রপক্ষ বলছে, যে আটটি অভিযোগে নিজামীর সাজা হয়েছে তার সবগুলোই যথাযথ ভাবে প্রমাণিত হয়েছে ট্রাইব্যুনালে।