আগামী বছর সর্বোচ্চসংখ্যক অভিবাসী নেবে কানাডা
প্রকাশিত হয়েছে : ৪:১৩:৫১,অপরাহ্ন ০৬ নভেম্বর ২০১৪
আন্তর্জাতিক ডেস্ক: আগামী বছর ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক নতুন অভিবাসী নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কানাডার সরকার। আগামী ২০১৫ সালে ২ লাখ ৮৫ হাজার নতুন অভিবাসীকে কানাডার পারমানেন্ট রেসিডেন্টশীপ দেওয়া হবে বলে ইমিগ্রেশন অ্যান্ড সিটিজেনশীপ মন্ত্রী ক্রিস আলেকজান্ডার জানিয়েছেন। গত ২০১০ সালে ২লাখ ৮০ হাজার নতুন অভিবাসী কানাডার স্থায়ী অধিবাসী হয়েছিলো। এখন পর্যন্ত কোনো একক বছরে এটিই ছিলো সর্বোচ্চ সংখ্যক অভিবাসীর স্থায়ী বাসিন্দা হওয়া।
ইমিগ্রেশন অ্যান্ড সিটিজেনশীপ মন্ত্রী আলেকজান্ডার ক্রিস জানিয়েছেন, আগামী বছরের অভিবাসী লক্ষ্যমাত্রার সিংহভাগই -৬৫ শতাংশ নেওয়া হবে ইকোনোমিক্যাল ক্যাটাগরির প্রার্থী ও তাদের পরিবারের সদস্যদের মধ্য থেকে। তিনি বলেন, আমরা অত্যন্ত উচ্চ পর্যায়ের ইকোনোমিক ক্যাটাগরির অভিবাসীদের বাছাই করে কানাডায় নিয়ে আসার ব্যবস্থা করতে যাচ্ছি।
সরকার এমন এক সময়ে ইকোনোমিক ক্যাটাগরিতে অভিবাসীর সংখ্যা বাড়ানোর ঘোষনা দিয়েছে, যখন সরকার বাছাই করা দক্ষ শ্রমিকদের অভিবাসী হিসেবে নিয়ে আসার জন্য ‘এক্সপ্রেস এন্ট্রি’ নামের নতুন একটি পদ্ধতি চালু করতে যাচ্ছে।
জাতীয় নির্বাচনকে সামনে রেখে নতুন অভিবাসীর সংখ্যা বাড়ানোর ঘোষনা দিলো কনজারভেটিভ সরকার। –নতুনদেশ