আগামীতে দেশের বাইরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল
প্রকাশিত হয়েছে : ৩:৩৯:২৩,অপরাহ্ন ০৭ নভেম্বর ২০১৪
স্পোর্টস রিপোর্টার :
এক যুগেরও অধিক সময় পর আবার বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), এটা পুরোনো খবর। নতুন খবর হলো-এখন থেকে এ টুর্নামেন্ট হবে নিয়মিত এবং বিদেশেও। টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক স্যাটেলাইটভিত্তিক টেলিভিশন চ্যানেল নাইন-এর ব্যবস্থাপনা পরিচালক এনায়েতুর রহমান বাপ্পী গতকাল জানিয়েছেন, বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক টুর্নামেন্ট আগামীতে দেশের বাইরে আয়োজনেরও পরিকল্পনা আছে তাদের। টুর্নামেন্ট আয়োজনে বাফুফে ও চ্যানেল নাইনের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এনায়েতুর রহমান বাপ্পী বলেছেন, ইন্ডিয়ান সুপার লিগকে অনুপ্রেরণা ধরে বঙ্গবন্ধু গোল্ডকাপের পৃষ্ঠপোষকতা করছি আমরা। খেলার মাঠে এখন আড্ডা হয়, যুব সমাজ মাদকে জড়িয়ে গেছে। আমাদের সামাজিক দায়বদ্ধতাও রয়েছে। তাই এই উদ্যোগ। প্রতি টুর্নামেন্টে ৬ কোটি টাকা করে ৫ বছরে ৩০ কোটি টাকা দেবে চ্যানেল নাইন। প্রথম বছরের ৬ কোটি টাকার মধ্যে ১ কোটি টাকার চেকও হস্তান্তর করেছে তারা। ইতোমধ্যে ৭টি বিদেশি দল অংশ নেওয়া নিশ্চিত করেছে। টুর্নামেন্টের প্রাথমিক সময় ধরা হয়েছে আগামী বছরের ১৭ থেকে ২৮ জানুয়ারি। থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, লাওস ও মধ্যপ্রাচ্যের বাহরাইনের সম্মতি ছিল আগেই। বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন সামপ্রতিক দোহা সফরে গিয়েছিলেন। সেখানে মধ্যপ্রাচ্যের কাতার ও দক্ষিণ এশিয়ার পাকিস্তানকে টুর্নামেন্টে খেলার প্রস্তাব দিলে তারাও সম্মতি দিয়েছে। এখন পর্যন্ত সিদ্ধান্ত ৬ দল নিয়ে টুর্নামেন্ট আয়োজনের। শেষ পর্যন্ত তা আটও হতে পারে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কাজী সালাউদ্দিন বলেছেন, ফিফা, এএফসি ও ঘরোয়া সূচীর ব্যস্ততায় কোন দেশেই এখন টুর্নামেন্ট আয়োজন করে না। বেশ কাঠখর পুড়িয়ে তাদের রাজী করিয়েছি। এ টুর্নামেন্ট আমাদের ভিশন-২০২২ বাস্তবায়নে সহায়ক হবে। আমাদের দলেরও মান বাড়বে। বাফুফে সভাপতি জানিয়েছেন, সব দেশে ঘরোয়া লিগ চলছে, চাইলেও জাতীয় দল আনা কঠিন। জাতীয় দল না পেলেও সব দেশের অলিম্পিক দল (অনূর্ধ্ব-২৩) দল পাঠাবে।