আগামীকাল চট্টগ্রাম যাচ্ছেন ড. আতিউর রহমান
প্রকাশিত হয়েছে : ৫:৩৬:০৭,অপরাহ্ন ২০ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: আগামীকাল রোববার চট্টগ্রাম যাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।
বাংলাদেশ ব্যাংক, INSPIRED ও CWCCI এর যৌথ উদ্যোগে ÔCredit Access for Women Entrepreneurs-Challenges and the way ForwardÕ শীর্ষক এসএমই ব্যাংকিং সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে তিনি চট্টগ্রাম যাচ্ছেন বলে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে।
সকাল সাড়ে ৯টায় শুরু ওই অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।