আখেরি মোনাজাতে দেশ ও বিশ্ব মুসলিমের শান্তি কামনা
প্রকাশিত হয়েছে : ৬:০১:০৬,অপরাহ্ন ১১ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: বিশ্ব ইজতেমার প্রথম পর্বের সমাপনী আয়োজন আখেরি মোনাজাত চলছে। ভারতের বিশিষ্ট মাওলানা মো. সাদ আখেরি মোনাজাত পরিচালনা করছেন।
এর আগে দিনের শুরুতে বাদ ফজর ভারতের মাওলানা সাদ উর্দুতে বয়ান শুরু করেন। তার বয়ান অনুবাদ করেন বাংলাদেশি মাওলানা ওয়াসিফুল ইসলাম।
এরপরেই শুরু হয় আখেরি মোনাজাত পর্ব।
এ মোনাজাতে অংশ নিতে মুসল্লিরা রোববার ভোর থেকেই শীত উপেক্ষা করে টঙ্গীর ইজতেমা অভিমুখে যাত্রা শুরু করেন।
টঙ্গীর পথে শনিবার মধ্যরাত থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে মোনাজাতে অংশ নিতে চার দিক থেকে মুসল্লিরা পায়ে হেঁটেই ইজতেমাস্থলে পৌঁছেছেন।
সকাল সাড়ে ৮টার দিকেই মুসল্লিরা ইজতেমা মাঠে স্থান না পেয়ে মুসল্লিরা মাঠের আশপাশের রাস্তা, অলি-গলিতে অবস্থান নেন।
ইজতেমাস্থলে পৌঁছতে না পেরে কয়েক লাখ মানুষ কামাড়পাড়া সড়ক ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভোর থেকেই ফজরের নামাজ ও আখেরি মোনাজাতের জন্য পুরানা খবরের কাগজ, পাটি, সিমেন্টের বস্তা ও পলিথিন সিট বিছিয়ে বসে পড়েন। এ ছাড়াও পার্শ্ববর্তী বাসা-বাড়ি-কলকারখানা-অফিস-দোকানের ছাদে, যানবাহনের ছাদে ও তুরাগ নদীতে নৌকায় মুসল্লিরা অবস্থান নেন।
নানা বয়সের ও পেশার মানুষ এমনকি নারীরাও ভিড় ঠেলে মোনাজাতে অংশ নিতে রোববার সকালেই টঙ্গী এলাকায় পৌঁছান।