আইনমন্ত্রীর বাসায় হাতবোমা হামলায় বঙ্গবন্ধু কেন্দ্রীয় প্রজন্মলীগ কমিটির নিন্দা
প্রকাশিত হয়েছে : ১০:৫২:০৪,অপরাহ্ন ১১ জানুয়ারি ২০১৫
শুক্রবার রাত সোয়া ৮টার দিকে আইনমন্ত্রী এ্যাড. আনিসুল হকের বনানীর বাসার সীমানা প্রাচীরের ভেতর ককটেল ছুড়েছে বিএনপি-জামায়াত। এতে সেখানে রাখা একটি গাড়ির কাচ ভেঙে যায়। কর্তব্যরত মমিনুল ইসলাম নামে এক আনসার সদস্য ও বঙ্গবন্ধু প্রজন্মলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য, ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ সাইদুজ্জামান সামান্য আহত হয়েছেন। এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপনসহ হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিবৃতি দিয়েছেন বঙ্গবন্ধু প্রজন্মলীগ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ আবুল কালাম আজাদ এমপি, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, সহ-সভাপতি সাইদ এনাম, সিঃ যুগ্ন-সাধারণ সম্পাদক অধ্যক্ষ একেএম শামীম ফেরদৌস টগর, সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ শরিফুল ইসলাম, অধ্যাপিকা হাসিনা আক্তার শিউলি, প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম বাবু, প্রজন্মলীগে কেন্দ্রীয় সহ-সম্পাদক ও সিলেট জেলা ছাত্রলীগ নেতা মাহমুদুল করিম নেওয়াজ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ফয়সাল ইবনে আব্বাস, সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, ঢাকা কলেজ শাখার সভাপতি মনিরুজ্জামান সোহেল, সাধারণ সম্পাদক ইমরান খান, সাংগঠনিক সম্পাদক রাতুল, ঢাকা মহানগর শাখার অন্যতম নেতা শুভ, যাত্রাবাড়ি থানা সভাপতি অনিক, পল্লবী থানা শাখার সাধারণ সম্পাদক জালাল প্রমুখ।-বিজ্ঞপ্তি