আইডিয়া’র ২৫ বছর পূর্তি উৎসব বুধবার
প্রকাশিত হয়েছে : ৩:১৬:৪৬,অপরাহ্ন ১৯ মার্চ ২০১৯
নিউজ ডেস্ক:: ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট এফেয়ার্স (আইডিয়া) তাদের উন্নয়ন অগ্রযাত্রার ২৫ বছর পূর্তি উদযাপন করতে যাচ্ছে আগামীকাল (২০মার্চ) বুধবার। এ উপলক্ষ্যে নানা কর্মসূচী গ্রহণ করা হয়েছে। দিনব্যাপী কর্মসূচীর মধ্যে র্যালি, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।আইডিয়া নির্বাহী পরিচালক নজমুল হকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে সিলেট জেলা পরিষদ মিলনায়তন থেকে সকাল ৯টায় এক বর্ণাঢ্য র্যালি বের করা হবে। দিনব্যাপি আয়োজিত অন্যান্য অনুষ্ঠানমালার মধ্যে বিশেষ আলোচনা সভা, বিকালে উন্নয়ন বিষয়ক আলোচনা অনুষ্ঠান, আইডিয়ার বর্তমান ও সাবেক কর্মীদের পূণর্মিলনী। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আইডিয়ার ২৫ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ঢাকা পল্লীকর্মসহায়ক ফাউন্ডেশনের সভাপতি ড. কাজী খলীকুজ্জামান আহমদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। জেলা পরিষদ চেয়ারম্যান মো: লুৎফুর রহমান।এছাড়াও আইডিয়া’র দাতা সংস্থাগুলোর বাংলাদেশ-এ নিয়োজিত প্রধানগণ সম্মানীয় অতিথি হিসাবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
আইডিয়ার সভাপতি ড. আবুল ফতেহ ফাত্তাহর সভাপত্বে ও নির্বাহী পরিচালক নজমুল হকের পরিচালনায় আয়োজিত উক্ত অনুষ্ঠানে আইডিয়া’র সকল বর্তমান এবং সাবেক কর্মী, শুভাকাঙ্খী ও সদস্যদের উপস্থিত থেকে ২৫ বছর পূর্তি উৎসবকে সফল করে তোলার জন্য আহবান জানানো হয়।