আইটেম গানে মৌসুমী হামিদ
প্রকাশিত হয়েছে : ৫:৪৯:৪৪,অপরাহ্ন ১৩ ডিসেম্বর ২০১৪
বিনোদন ডেস্ক:: লাক্স তারকা মৌসুমী হামিদ এবারই প্রথম বাংলা ছবির আইটেম কন্যা হতে যাচ্ছেন।
ছবির নাম ‘মেন্টাল’। শামীম আহমেদ রনি পরিচালিত এই ছবির শ্যুটিং সম্প্রতি শুরু হয়েছে।
পরিচালক রনি বলেন, ‘১৮ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে আমরা আইটেম গানের শ্যুটিং করবো। এফডিসির ২ নম্বর ফ্লোরে এই গানের জন্য একটি সেট নির্মাণ করা হচ্ছে।’
মৌসুমী হামিদ বর্তমানে ‘ব্ল্যাকমেইল’ ও ‘ব্ল্যাকমানি’ নামে দু’টি ছবিতে কাজ করছেন। মেন্টাল ছবিতে যে আইটেম গানটিতে তিনি পারফর্ম করবেন সে গানটি গেয়েছেন ভারতের কণ্ঠশিল্পী জোজো।