আইএস হটাতে রামাদিতে অভিযান শুরু
প্রকাশিত হয়েছে : ১০:২৪:৩৬,অপরাহ্ন ২৭ মে ২০১৫
আন্তর্জাতিক ডেস্ক::
ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশ থেকে ইসলামিক স্টেটকে (আইএস) হটিয়ে দিতে একটি যৌথ সামরিক অভিযান এখন চলছে। পেন্টাগনের একজন মুখপাত্র বলেছেন, প্রথম পর্যায়ে অধিকৃত রামাদি শহরের কাছে এখন অনুসন্ধান অভিযান চলছে। তবে সরকারপন্থী বাহিনী শহরটি ঘিরে ফেলেছে বলে একটি শিয়া মিলিশিয়া দল যে দাবী করছে, তা নিশ্চিত করতে অস্বীকৃতি জানিয়েছে পেন্টাগন। এই অভিযানের ঘোষণাটি আসে বেশ কয়েকটি শিয়া মিলিশিয়া গোষ্ঠির জোট আল-হাশিদ আল-শাবির একজন মুখপাত্রের পক্ষ থেকে।
তিনি বলেন, সরকারী বাহিনী এবং শিয়া মিলিশিয়ারা সালাহউদ্দিন প্রদেশ থেকে দক্ষিণে হামলা শুরু করবে এবং রামাদি থেকে আইএস জঙ্গিদের বিচ্ছিন্ন করে দেবে।
এমাসেই আনবার প্রদেশের রাজধানী, রামাদি দখল করে নেয় আইএস। এরপর সরকারী বাহিনী বেশ কয়েকটি হামলা চালিয়েছে এবং তারা বলছে, রামাদির পূর্বে কিছু এলাকা তারা পুনর্দখল করতে পেরেছে। নতুন এ অভিযানের প্রতি সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র।
অভিযানে পূর্ণ সমর্থন দেয়ার অঙ্গিকার করেছেন মার্কিন উপ-রাষ্ট্রপতি জো বাইডেন। তবে তিনি বলেছেন, শিয়া যোদ্ধাদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে ওয়াশিংটন অস্বস্তিতে রয়েছে, যেহেতু এসব যোদ্ধাদের অনেকেই ইরানের সমর্থনপুষ্ট।
মার্কিন এক মুখপাত্র শিয়া মিলিশিয়াদের ‘অসহযোগিতাপূর্ণ’ বলে সমালোচনা করেছেন, কারণ তারা রামাদি অভিযানের নামটি দিয়েছে নবী মোহাম্মদের একজন নাতির নামে, যাকে বিশেষ করে শিয়া মুসলিমরা বেশি শ্রদ্ধা করে থাকে।
সূত্র: বিবিসি