আইএস-এ যোগ দিতে প্রস্তুত ৩০২ বাংলাদেশি তরুণ-তরুণী
প্রকাশিত হয়েছে : ১১:২২:৩২,অপরাহ্ন ২৭ মে ২০১৫
নিউজ ডেস্ক::
বাংলাদেশেও তৎপর হয়ে উঠছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস । দেশের উচ্চ শিক্ষিত মেধাবী তরুণ-তরুণীদের টার্গেট করেই তারা মাঠে নেমেছে। আইএস জঙ্গিদের ফাঁদে পড়ে এরইমধ্যে সিরিয়া যেতে মনস্থির করেছেন ৩০২ বাংলাদেশি তরুণ-তরুণী। তাদের ১৯ জন এরইমধ্যে সব ধরনের প্রস্তুতি সেরে ফেলেছেন বলে জানিয়েছেন গোয়েন্দারা।
পড়াশোনা, ভ্রমণ কিংবা চাকরির জন্য প্রথমে তুরস্কে গেলেও তাদের মূল লক্ষ্য থাকে সিরিয়ার যুদ্ধে যোগ দেওয়া। এই ১৯ জনের মধ্যে রয়েছেন দুজন তরুণীও। তাদের একজন বেসরকারি কোম্পানির কম্পিউটার প্রকৌশলী এবং অপরজন সিলেট মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক।
আইন-প্রয়োগকারী সংস্থাগুলোর নজরদারি এড়াতে নিজেদের মধ্যে তারা যোগাযোগের জন্য ব্যবহার করছেন বিশেষ সফটওয়্যার অ্যাপ্লিকেশন ‘উইকার’। তবে সর্বশেষ বাংলাদেশে অবস্থানরত ‘আইএস’ এর প্রধান সমন্বয়কারী প্রকৌশলী আমিনুল ইসলাম বেগ ও তার অন্যতম সহযোগী সাকিব গ্রেফতার হওয়ায় আইএস- এর পুরো প্রক্রিয়াটি হোঁচট খেয়েছে বলে মনে করছেন গোয়েন্দা কর্মকর্তারা।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম বলেন, যারা তুরস্ক হয়ে ইরাক যাওয়ার পরিকল্পনা করছে তাদের ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে। তাদের কোনওভাবেই দেশ ত্যাগ করতে দেওয়া হবে না। তবে আমরা জানতে পেরেছি, তাদের সবাই আধুনিক শিক্ষায় উচ্চ শিক্ষিত।
গোয়েন্দা সূত্র জানায়, দীর্ঘদিন ধরেই ‘আইএস’ কর্মীরা নিজেদের যোগাযোগের জন্য সামাজিক যোগযোগ মাধ্যম ‘উইকার’ ব্যবহার করছেন। কারণ, উইকারে ছয় মিনিট পরপর ডাটাগুলো নষ্ট হয়ে যায়। কেউ চাইলেও সেগুলো পুনরুদ্ধার করতে পারে না। তাই তারা এ প্রযুক্তির এ মাধ্যমটি ব্যবহার করছে।
গ্রেফতারকৃত আইএস জঙ্গিরা গোয়েন্দাদের জানিয়েছেন, সিরিয়ায় যুদ্ধ শেষে দেশে ফিরে ইসলামী খিলাফত প্রতিষ্ঠাই তাদের লক্ষ্য। তবে প্রথমে গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং স্থাপনায় হামলা করার পরিকল্পনা রয়েছে তাদের। আইএস- এর সঙ্গে সম্পৃক্ত হয়েছেন এমন বেশিরভাগ সদস্যই দেশের সম্ভ্রান্ত পরিবারের সন্তান।
গোয়েন্দা কর্মকর্তারা আরও জানান, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হাতে রবিবার গ্রেফতার হন আমিনুল ইসলাম বেগ। তিনি দেশে আইএস- এর প্রধান সমন্বয়কারী হিসেবে কাজ করছিলেন। মালয়েশিয়ায় কম্পিউটার সায়েন্স এবং আইটি বিষয়ে উচ্চতর ডিগ্রি নিয়ে তিনি দেশে ফিরে আসেন। দেশের একটি মুঠোফোন কোম্পানি, ইন্টারনেট প্রোভাইডার কোম্পানি ও কোমলপানীয় কোম্পানির আইটি বিভাগের প্রধান হিসেবে কাজ করেছেন তিনি। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার বালাকড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার রয়েছে তিন হাজার ৮২ জন বন্ধু। তাদের বেশিরভাগই তার মতাদর্শের বলে জানিয়েছেন গোয়েন্দা কর্মকর্তারা।
বাংলাদেশের প্রধান সমন্বয়ক হলেও বিদেশে আমিনুল ইসলাম বেগের পরামর্শক হিসেবে কাজ করছেন জাপান প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত সাইফুল্লাহ ওরফে আবু মুসা। নও-মুসলিম এই ব্যক্তি জাপানে একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আইএস- এর কর্মকাণ্ডের জন্য সংগৃহীত ৫০ লক্ষাধিক টাকাও আমিন বেগের ইস্টার্ন ব্যাংকের হিসাব নম্বরে জমা রয়েছে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক গোয়েন্দা কর্মকর্তা। গ্রেফতারের সময় অভিযান চালানো দলের সঙ্গে থাকা
এক কর্মকর্তা বলেন, আমিন তার পরিবারের সব সদস্যদেরই সিরিয়া যুদ্ধে যোগ দিতে উদ্বুদ্ধ করেছেন। স্ত্রী ও দুই সন্তানকেও তিনি এভাবেই গড়ে তুলেছেন। আইএস- এর পোশাকে তাদের ছবিও তুলে প্রিন্ট করে ঘরে ঝুলিয়ে রেখেছেন তিনি। তবে অভিযান চালানোর এক পর্যায়ে আমিনের মা তার ল্যাপটপটি পাঁচতলা থেকে নিচে ফেলে দিয়েছিলেন। একইসঙ্গে নিজেদের ক্ষমতাসীন দলের প্রভাবশালী ব্যক্তির আত্মীয় বলেও দাবি করেন। পরে ওই ভাঙ্গা ল্যাপটপটি থেকে বিশেষ প্রক্রিয়ায় উদ্ধার করা হয়েছে ভয়ংকর সব তথ্য।
গোয়েন্দারা আরও জানান, আমিন বেগের অন্যতম সহযোগী আশরার আহমেদ খান চৌধুরী গত মার্চ মাসে গ্রেফতার হন গোয়েন্দা পুলিশের হাতে। তার বাবাও একজন প্রভাবশালী ব্যক্তি। সিরিয়ার যুদ্ধে যেতে আগ্রহীদের বিভিন্নভাবে অর্থ সংগ্রহ করে দিতেন তিনি। পেশায় তিনিও আইটি বিশেষজ্ঞ। বিটিআরসি’র আইটি কনসালটেন্ট হিসেবে কাজ করেছেন তিনি। কাজ করেছেন সামস্যাং মোবাইল ফোন এবং সরকারের একটি আইনশৃঙ্খলা বাহিনীর আইটি বিভাগেও।
বাংলাদেশে আইএস- এর অন্যতম সমন্বয়ক হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছিলেন সাকিব বিন কামাল। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডা. সুফিয়া খাতুনের মেয়ের জামাই। গাজীপুর আইইউটি থেকে লেখাপড়া শেষ করে মোহাম্মদপুরে একটি স্কুলের প্রিন্সিপাল হিসেবে কাজ করছিলেন তিনি। গত রবিবার তাকে মোহাম্মদপুরের বাসা থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
গত ফেব্রুয়ারিতে ঢাকার মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ছাত্র মো. আশেকুর রহমান ওরফে জিলানী তুরস্কে গিয়ে নিরুদ্দেশ হন। জিলানী সিরিয়ায় ঢুকে আইএসে যোগ দিয়েছেন বলে সন্দেহ আঙ্কারায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের। গত বছর সেপ্টেম্বরে ঢাকা থেকে গ্রেফতার করা হয় আইএসআইএস জঙ্গি বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক সামিয়ুন রহমান ওরফে ইবনে হামদান। তার দেওয়া তথ্য অনুযায়ী সাবেক এক বিচারপতির ছেলে আদনান এবং ওএসডি যুগ্ম-সচিবের ছেলে তানজিলকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বরাত দিয়ে যুগ্ম-কমিশনার মনিরুল বলেন, আইএসের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে দেশে ফিরে সশস্ত্র জিহাদের পরিকল্পনা ছিল তাদের। দেশে আইএস- এর তৎপরতার বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি। তবে এ বিষয়ে অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সন্তানদের মধ্যে কোনও পরিবর্তন দেখা দিলে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে অনুরোধ জানান তিনি।