আইএস-এ যোগ দিতে গিয়ে আটক ৩ ব্রিটিশ কিশোর
প্রকাশিত হয়েছে : ৫:৩৫:২৭,অপরাহ্ন ১৬ মার্চ ২০১৫
আন্তর্জাতিক ডেস্ক :: আবারও ইসলামিক স্টেট (আইএস)-এ যোগ দিতে গিয়ে ধরা পড়লো ৩ ব্রিটিশ কিশোর। গত দু’মাসে এটি দ্বিতীয় এধরণের ঘটনা। এই ৩ কিশোর ধরা পড়েছে ইস্তাম্বুলে।
তুরস্কের কর্মকর্তারা রোববার জানান, গত শুক্রবার তাদেরকে আটক করা হয়েছে। তাদের নাম প্রকাশ করা হয়নি। ব্রিটিশ কর্তৃপক্ষ এ সপ্তাহেই তাদেরকে দেশ থেকে বিতাড়নের ব্যবস্থা নিচ্ছিল।
লন্ডনের পুলিশ বলেছে, ১৭ বছরের দুই কিশোর নিখোঁজ হওয়ার কথা তাদেরকে জানানোর পর তারা সিরিয়া ভ্রমণে যাচ্ছিল বলে ধারণা করা হয়। বিস্তারিত তদন্তে দেখা গেছে, তারা ১৯ বছর বয়সী আরেকজনকে সঙ্গে নিয়ে ভ্রমণ করেছে।
পুলিশের একটি বিবৃতিতে বলা হয়েছে, “কর্মকর্তারা তুরস্ক কর্তৃপক্ষকে সজাগ করেছে। এরপর তারা তিনজনকেই আটক করে এবং তাদের সিরিয়ায় যাওয়া ঠেকায়। আটককৃতদেরকে তুরস্কেই আটকে রাখা হয়েছে।”
এর আগে গতমাসে তুরস্ক হয়ে সিরিয়ায় গিয়ে আইএস-এর সঙ্গে যোগ দেয় স্কুলে পড়ুয়া তিন ব্রিটিশ কিশোরি।