আইএসের হাতে ৩৯ ভারতীয় খুন!
প্রকাশিত হয়েছে : ৮:১০:৫৪,অপরাহ্ন ১৫ মে ২০১৫
আন্তর্জাতিক ডেস্ক::
আইএস জঙ্গিরা এ পর্যন্ত ৩৯ জন ভারতীয় নাগরিককে হত্যা করেছে বলে জানিয়েছে আইএসের হাত থেকে পালিয়ে আসা আরেক ভারতীয়। হরজিত মাসিহ নামের ওই ভারতীয় নাগরিক গতকাল বৃহস্পতিবার বলেন, ২০১৪ সালের ১১ জুন তাদের অপহরণ করেছিল জঙ্গিরা।
তিনি বলেন, ‘আইএস প্রায় ১০০ জন ভারতীয় এবং বাংলাদেশি নাগরিককে একটি গোপন আস্তানায় নিয়ে যায়। এরপর চারদিন বন্দি রেখে ভারতীয়দের আলাদা করে আরেক স্থানে নিয়ে যায় তারা। একটি পাহাড়ি এলাকায় নিয়ে তাদের উপর গুলি ছোড়ে আইএস জঙ্গিরা। সবাই গুলিতে লুটিয়ে পড়ি। কিন্তু পরে বুঝতে পারলাম আমি বেঁচে আছি। আমার পায়ে একটা গুলি লেগেছে মাত্র।
এক পাঞ্জাবির মরদেহের আড়ালে লুকিয়ে থাকলাম। এরপর জঙ্গিরা অন্যদিকে গেলে আমি সেখান থেকে সরে আসি। পরে একদল বাংলাদেশির সাথে নিরাপদ স্থানে চলে যাই।’
সূত্র : টাইমস অব ইন্ডিয়া