আইএসএলের প্রথম আসরে ‘চ্যাম্পিয়ন’ কলকাতা
প্রকাশিত হয়েছে : ১০:১২:৪৬,অপরাহ্ন ২০ ডিসেম্বর ২০১৪
স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) ফাইনালে কেরালা ব্লাস্টার্সের বিপক্ষে ইনজুরি সময়ে করা গোলে ১-০ তে জয় দিয়ে লিগের প্রথম আসরের শিরোপা জিতে নিয়েছে অ্যাথলেটিকো ডি কলকাতা। কলকাতার পক্ষে একমাত্র গোলটি করেন দলের মিডফিল্ডার মোহাম্মদ রফিক।
মুম্বাইয়ের ডঃ পাতিল স্টেডিয়ামে লিগের ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় শচিন টেন্ডুলকারের মালিকানাধীন কেরালা ব্লাস্টার্স এবং সৌরভ গাঙ্গুলির কলকাতা। ম্যাচের প্রথমার্ধ আক্রমণ- পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে চলতে থাকলেও গোলশূন্য ভাবে শেষ হয়। দ্বিতীয়ার্ধেও প্রায় একই অবস্থা। দুই দলই ঘাম ঝরালেও কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়।
ম্যাচের ৯০ মিনিট পার হলে মোটামুটি সবাই ধরে নিয়েছিলেন খেলা গড়াবে অতিরিক্ত সময়ে। কিন্তু ঠিক ওই সময়েই কলকাতার দর্শকদেরকে নাচিয়ে দিয়ে ইনজুরি সময়ে (৯০+৪) হেড থেকে গোল করে দলকে জয়ে এনে দেন কলকাতার ভারতীয় মিডফিল্ডার মোহাম্মদ রফিক।
শেষপর্যন্ত ১-০ গোলে জয় নিয়ে চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়ে কলকাতা।