আইএসআইএল’র ফরমান: আহতদেরকে হত্যা করুন
প্রকাশিত হয়েছে : ১:১৮:২৬,অপরাহ্ন ১০ জানুয়ারি ২০১৫
অনলাইন ডেস্ক:: যুদ্ধক্ষেত্রে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল’র আহত ব্যক্তিদের হত্যার নির্দেশ দিয়েছে এ গোষ্ঠীর শীর্ষ নেতৃত্ব। ইরাকের নিরাপত্তা বাহিনী এ বিষয়ে আইএসআইএল’র জারি করা একটি ফরমান হাতে পেয়েছে এবং ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
ওই ফরমানে আইএসআইএল’র শীর্ষ কমান্ডারদেরক বলা হয়েছে, যুদ্ধক্ষেত্রে যারা আহত হবে তাদেরকে হত্যা করতে হবে কারণ আহত ব্যক্তিদের চিকিৎসা করানোর জন্য শক্ত ঘাঁটি মসুলে পর্যাপ্ত পরিমাণ মেডিক্যাল সামগ্রী নেই।
এই ফরমানে আরো বলা হয়েছে- যেসব কমান্ডার এই নির্দেশ অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ফরমানে এও স্বীকার করা হয়েছে যে, ইরাকি সেনাবাহিনীর উত্থানে তাকফিরি গোষ্ঠী বড় রকমের চাপের মুখে পড়েছে।
ইরাকের বিভিন্ন এলাকায় সেনাবাহিনী, কুর্দি বাহিনী, শিয়া স্বেচ্ছাসেবক বাহিনী ও সুন্নি উপজাতিরা সম্প্রতি তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে একের পর এক সফলতা পেয়ে যাচ্ছে। এ অবস্থায় আইএসআইএল এ ফরমান জারি করল।