অস্ত্র মামলায় যুবকের ১০ বছরের কারাদণ্ড
প্রকাশিত হয়েছে : ৭:৩১:৫৭,অপরাহ্ন ০১ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক:: বরিশালে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) দায়ের করা অস্ত্র মামলায় মো. সাইদুল ইসলাম (৩৫) নামে এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
রোববার (৩০ নভেম্বর) জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আলী হায়দার এ রায় প্রদান করেন।
দণ্ডাদেশপ্রাপ্ত সাইদুল নগরের আমানতগঞ্জের কসাইবাড়ি এলাকার বাসিন্দা মৃত আলতাফ হোসেনের ছেলে।
আদালতের বেঞ্চ সহকারী ফিরোজ-উল ইসলাম জানান, ২০১৩ সালের ১৪ জুন বিকেল সোয়া ৪টায় কাউনিয়া থানার আলহাজ দলিল উদ্দিন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের পাশে অভিযান চালায় র্যাব-৮ এর সদস্যরা। ওই সময় স্থানীয় নিপা টেইলার্সের সামনে থেকে সাইদুল ইসলামকে আটক করা হয়। আটক করার পর তার দেহ তাল্লাশি করে একটি বন্দুক পাওয়া যায়।
এ ঘটনায় র্যাব-৮ এর ১ নম্বর কোম্পানির তৎকালীন ডিএডি আবু বকর সিদ্দিক বাদী হয়ে কাউনিয়া মডেল থানায় একটি অস্ত্র মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন ২০১৩ সালের ১৬ জুলাই আদালতে চার্জশিট দাখিল করেন।
আদালত ৭ জন সাক্ষীর মধ্যে ৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আসামির উপস্থিতিতে রোববার এ রায় প্রদান করেন।