অস্ট্রেলিয়ায় আকস্মিক বন্যায় নিহত ৫
প্রকাশিত হয়েছে : ১২:৩৪:৪০,অপরাহ্ন ০২ মে ২০১৫
আন্তর্জাতিক ডেস্ক :: অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যায় পানির তোড়ে ভেসে ৫ জন মারা গেছে। ঝড়ের প্রভাবে এ বৃষ্টিপাত হয়েছে। শনিবার কর্মকর্তারা এ কথা জানান।
কুইন্সল্যান্ড রাজ্যের প্রধানমন্ত্রী অ্যানাসট্যাসিয়া প্যালাসজকজুক জানান, প্রথম ঘটনায় ক্যাবুলট্যুরে বন্যার পানির তোড়ে একটি গাড়ি ভেসে গেলে এক পুরুষ, এক নারী ও ও এক শিশু মারা যায়। এলাকাটি ব্রিসবেন থেকে প্রায় ৪৪ কিলোমিটার (২৭ মাইল) দূরে।
তিনি বলেন, প্রচুর বৃষ্টিপাত হয়েছে। ক্যাবুলট্যুরে ২৭৭ মিলিমিটার (প্রায় ১১ইঞ্চি) বৃষ্টিপাত হয়েছে। শুক্রবার বিকালে মাত্র ৩ ঘণ্টার মধ্যে এলাকাটিতে এ পরিমাণ বৃষ্টিপাত হয়।
ক্যাবুলট্যুরেই দ্বিতীয় ঘটনাটি ঘটে। এতে বন্যার পানির তোড়ে একটি গাড়ি ভেসে যায়। গাড়িতে ২১ বছর বয়সী এক তরুণী ও ১৬ বছর বয়সী এক কিশোর ও ৪৯ বছর বয়সী এক লোক ছিল। তরুণী ও কিশোর গাড়ি থেকে বেরিয়ে আসতে পারলেও ৪৯ বছর বয়সী চালক পানিতে ডুবে মারা যান। শনিবার ভোরে তার মৃতদেহ পাওয়া গেছে।
পুলিশ জানায়, কাছের বুরপেঙ্গারিতে স্রােতের তোড়ে একটি গাড়ি ভেসে গেলে ৭৫ বছর বয়সী এক লোক মারা যায়। তবে পুলিশ ওই গাড়ির অারেক আরোহীকে উদ্ধার করে। ৬৮ বছর বয়সী ওই মহিলা একটি গাছের সঙ্গে আটকে ছিলেন।
কুইন্সল্যান্ডের দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাকৃতিক এ দুর্যোগের কারণে ব্রিসবেনে অনুষ্ঠেয় নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার রাগবি ম্যাচটি পিছিয়ে দেয়া হয়েছে। প্রবল বর্ষণের কারণে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। এতে বেশ কয়েকজন আটকা পড়েছে এবং কয়েক হাজার বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।