অর্ধদিবস হরতাল চলছে
প্রকাশিত হয়েছে : ৫:৩১:৩৪,অপরাহ্ন ০১ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
রংপুর মহানগরীতে আধাবেলা হরতাল শান্তিপূর্ণভাবে চলছে। মহানগর দোকান মালিক সমিতি ও রংপুর সিটি করপোরেশনের ডাকে চলছে এ হরতাল। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সোমবার সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে হরতাল সমর্থনকারীরা অবস্থান নিয়েছে। সকালে রংপুর থেকে কোনো দূরপাল্লার যানবাহন ছেড়ে যায়নি।
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও যুবলীগ নেতা ইমরান হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে এ হরতালের ডাক দেওয়া হয়।
হরতালের সমর্থনে মহানগরীরর সব দোকানপাট বন্ধ রয়েছে। শহরের ভেতরে যান চলাচল খুব একটা চোখে পড়ছে না। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্কাবস্থানে রয়েছে।
এর আগে শুক্রবার রাতে দোকান মালিক সমিতি ও সিটি কর্পোরেশনের মধ্যে যৌথ সভা হয়। সেখানেই হরতালের সিদ্ধান্ত নেওয়া হয়। সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ হরতাল পালিত হবে।