অর্থমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীর সাথে কয়লা আমদানিকারদের বৈঠক
প্রকাশিত হয়েছে : ২:৫৭:২৪,অপরাহ্ন ২৫ নভেম্বর ২০১৪
সিলেটের কয়লা আমদানিকারকরা অর্থমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীর সাথে বৈঠক করেছেন। দুপুরে বাণিজ্যমন্ত্রনালয়ের সম্মেলণ কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও বাণিজ্যমন্ত্রী তোফাহেল আহমদ উপস্থিত ছিলেন। এছাড়া সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ আহমদ, সিলেট কয়লা আমদানিকারী সমিতির সভাপতি সালাউদ্দিন, সাবেক সভাপতি দিলওয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক চন্দ্রন সাহ, কয়লা আমদানিকারি কলমদর আলী, ফটিক চন্দ্র সাহ, এমাদ হোসেন, মকবুল হোসেন, বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির কেন্দ্রীয় পর্ষদের সভাপতি মিজানুর রহমান, আওয়ামী লীগ নেতা জাবেদ সিরাজ প্রমুখ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি