‘অর্থনৈতিক প্রবৃদ্ধি গড়ে ৬.২ শতাংশ হারে বাড়ছে’
প্রকাশিত হয়েছে : ১০:০৪:৪৯,অপরাহ্ন ২১ মে ২০১৫
নিউজ ডেস্ক::
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি গড়ে ৬.২ শতাংশ হারে বাড়ছে। অর্থনৈতিক স্থিতিশীলতার বিচারে বাংলাদেশ যে বিশ্বে আদর্শ তা তুলে ধরার জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ১১০তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. আতিউর রহমান বলেন, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশ ও বাংলাদেশের অর্থনীতিকে পরিচিত করে তুলছে।
গভর্নর বলেন, ‘স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বিদেশি ব্যাংক হয়েও প্রাদেশিক ব্যাংক হয়ে গেছে। স্থানীয় ও আন্তর্জাতিক উভয় ক্ষেত্রে সমানভাবে কাজ করছে। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক প্রথম যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশে এফসি একাউন্ট, এটিএম বুথ, এলসি, প্রোজেক্ট লোন, ইন্টারনেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড সুবিধা সৃষ্টি করেছে।
এ ব্যাংকটি বিপিসি, বাংলাদেশ বিমানসহ বড় বড় পাবলিক প্রাইভেট প্রজেক্টে ঋণের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করেছে। প্রবাসীদের এ ব্যাংকের মাধ্যমে বাংলাদেশের বন্ড মার্কেটে বিনিয়োগের ক্ষেত্রে সব ধরনের সুবিধা দেওয়ার অনুরোধ জানান গর্ভনর।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডব্লিউ গিবসন বক্তব্য রাখেন। ব্যাংকের সিইও আবরার এ আনোয়ার বলেন, ‘এ ব্যাংক অনেক কঠিন সময়ের মধ্যেও ব্যাংকিং সেবা প্রদান করে আসছে। এ ব্যাংকের ২৬টি ব্রাঞ্চ ও বুথ, ৮৩টি এটিএম ও ২ হাজারের উপরে কর্মী নিয়ে বাংলাদেশের সর্ববৃহৎ আন্তর্জাতিক ব্যাংক।