অর্থনীতিকে এগিয়ে নিতে চামড়া শিল্প শক্তিতে পরিণত হবে
প্রকাশিত হয়েছে : ১১:২৫:৫৮,অপরাহ্ন ০৬ ডিসেম্বর ২০১৪
নিউজ ডেস্ক::
পোশাক শিল্পের পর চামড়া শিল্পই বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার বড় শক্তিতে পরিণত হবে বলে মন্তব্য করেছেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা।
শনিবার সকালে সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় চামড়া শিল্প নগরী পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
মজিনা বলেন, চামড়া শিল্পকে এগিয়ে নিতে হলে এ খাতের শ্রমিকদের স্বাস্থ্য, বাসস্থান ও মজুরীর দিকে মালিকদের দৃষ্টি রাখতে হবে।
তিনি বলেন, রাষ্ট্রদূতের দায়িত্ব পালন শেষে আগামী বছরের ডিসেম্বরে আমি বাংলাদেশে আসতে চাই। আমি আগ্রহ ব্যক্ত করছি এখানে পুনরায় আসার।
মজিনা বলেন, আমি বছরে তিনবার নিজ দেশে গিয়ে যুক্তরাষ্ট্রের নাগরিকদের বলি তারা যাতে বাংলাদেশ থেকে চামড়া ও চামড়াজাত পণ্য আমদানী করেন।
আমি তাদের বোঝানোর চেষ্টা করি যে বাংলাদেশে এখন আর পরিবেশ দূষণ করে নয় বরং আরো উন্নত আর আধুনিক পরিবেশে চামড়া প্রক্রিয়াজাত করা হয়।
এদিকে, চামড়া শিল্প নগরীতে নির্মীয়মান তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) পরিদর্শন করে প্রকল্পের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন মজিনা। পরে তিনি বেসরকারি উদ্যোগে পরিচালিত বিভিন্ন চামড়া শিল্প কারখানা পরিদর্শন করেন। তিনি চামড়া শিল্প নগরী প্রকল্প কার্যালয়ে এই খাতের উদ্যোক্তাদের সঙ্গে মত বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের চেয়ারম্যান আহমদ হোসেন খান, চামড়া শিল্প নগরী ঢাকা প্রকল্পের প্রকল্প পরিচালক সিরাজুল হায়দার, এ্যাপেক্স ট্যানারীর ব্যবস্থাপনা পরিচালক এ কে এম রহমত উল্লাহ এমপি, বাংলাদেশ ফিনিডস লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টাস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান প্রকৌশলী এম আবু তাহের, ফরচুনা ফুটওয়্যার লিমিটেডের প্রধান নির্বাহী পরিচালক ফয়েজ তাহের।