অরক্ষিত সুনামগঞ্জের চারাগাঁও সীমান্ত : অবাধে আসছে চোরাইপণ্য
প্রকাশিত হয়েছে : ৮:৪৬:০৩,অপরাহ্ন ১৮ ডিসেম্বর ২০১৪
আল-হেলাল: সুনামগঞ্জের চারাগাঁও সীমান্তের লালঘাট (বড়ঘাট) ও কলাগাও ছড়া (মাইঝহাটি) এলাকা দিয়ে প্রতিরাতে অবাধে আসছে ভারতীয় চোরাইপণ্য। তারমধ্যে কয়লা-চুনাপাথরসহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য উল্লেখযোগ্য। খোঁজ নিয়ে জানা যায়, প্রতিরাত ৯টার পরেই অরক্ষিত হয়ে পড়ে চারাগাঁও সীমান্তের লালঘাট (বড়ঘাট) ও কলাগাঁও ছড়া (মাইঝহাটি) সীমান্ত এলাকা। এই দুটি পয়েন্ট দিয়ে ভারতে অবাধ যাতায়াত শুরু করে শতাধিক চোরাচালানি।
সম্প্রতি একাধিকবার দুটি এলাকা দিয়ে অনুপ্রবেশ করলে বিএসএফ তাদের ধাওয়া করে। এতে অনাকাঙ্খিত ঘটনা থেকে রেহাই পেলেও থেমে নেই অবাধ যাতায়াত। অভিযোগ উঠেছে এর নেতৃত্বে রয়েছেন চারাগাঁও বিজিবি ক্যাম্পের সোর্স (স্পাই) পরিচয়ধারী লালঘাট গ্রামের মৃত বরকত আলীর ছেলে জয়নাল মিয়া (২৫) ও একই গ্রামের মৃত আজর আলীর ছেলে চোরাচালানির মদদদাতা জানু মিয়া (৩৫)। উল্লেখ্য, সোর্স পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগে লালঘাট গ্রামের আবুল কালাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে বিজিবি বাদি হয়ে সম্প্রতি মামলা দায়ের করে। এর প্রেক্ষিতে কিছুদিন চোরাচালান থেমে থাকার পর গত ১৫ দিন ধরে ফের গাঁ ঝাড়া দিয়ে উঠেছে চোরাচালানি ও মদদদাতা চক্রটি। অভিযোক্ত সোর্স পরিচয়ধারী জয়নাল মিয়া ও জানু মিয়া বলেন, কয়েকদিন ধরে কাজ বন্ধ রয়েছে,চালু হলে অন্যান্যদের মতো আপনার সাথেও এবার থেকে যোগাযোগ থাকবে। রিপোর্ট কইরেন না। চারাগাঁও বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার মহসিন মিল্কী বলেন, আমরা পুরো সীমান্ত রাতভর পাহাড়া দেই। কোন চোরাচালান হয়নি। তাছাড়া আমাদের কোন সোর্স (স্পাই) নেই।