অমিতাভকে দেখে লতা মুঙ্গেশকার কাঁদলেন কেন?
প্রকাশিত হয়েছে : ১২:১৭:৪৮,অপরাহ্ন ২২ নভেম্বর ২০১৪
বিনোদন ডেস্ক::
জনপ্রিয় রিয়েলিটি শো ‘কৌন বানেগা কোরপতি’ দেখতে গিয়ে এবার কেঁদে ফেললেন উপমহাদেশের জনপ্রিয় সংগীত শিল্পী লতা মুঙ্গেশকার। আর এ কথা ট্যুইটারে নিজেই জানিয়েছেন এ সংগীতশিল্পী।
এ প্রসঙ্গে তিনি ট্যুইটারে লিখেছেন, ‘‘আমি কৌন বানেগা কোরপতি শেষ পর্ব দেখছিলাম।… খুব ভাল শো হচ্ছিল। সব সময়ের মতো অমিতজি এখানেও ব্রিলিয়ান্ট। শো শেষে তার মন্তব্য শুনতে শুনতে আমার চোখে জল এসে যায়।’’
লতা আরও লিখেছেন, ‘‘ অমিতজি আমার হৃদয়ে আপনার জন্য একটা বিশেষ জায়গা রয়েছে। আমি আপনাকে শ্রদ্ধা করি। তার সুস্থ সুখী জীবনের দীর্ঘায়ু জন্য ভগবানের কাছে প্রার্থনা করি।”
বর্তমানে অমিতাভ সুজিত সরকারের পরিচালিত ‘পিকু’ ছবির শ্যুটিং-এর জন্য কলকাতায় রয়েছেন। লতার ট্যুইট দেখে তিনি লতাকে ধন্যবাদ জানিয়েছেন।
ট্যুইট করে বচ্চন বলেছেন ‘‘ লতাজি…আমি অভিভূত। জানি না কি বলে আপনাকে ধন্যবাদ জানাবো। আপনার আশীর্বাদ পেয়ে আমি কতৃজ্ঞ।’’