অভিষেকের ৪১ কোটির ফ্ল্যাট
প্রকাশিত হয়েছে : ১২:০৯:২৩,অপরাহ্ন ১৬ জানুয়ারি ২০১৫
বিনোদন ডেস্ক :: বলিউড তারকারা বিনিয়োগের জন্য বরাবরই আবাসনকে প্রাধান্য দেন। এ তালিকায় এবার যুক্ত হলেন অভিষেক বচ্চন। ৪১ কোটি ১৪ লাখ রুপি দিয়ে ওরলি প্রকল্পের একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন তিনি।
এর আয়তন তিন হাজার ৮৭৫ স্কয়ার ফুট। প্রতি স্কয়ার ফুটের জন্য খরচ হয়েছে ১ লাখ ৬ হাজার রুপি। স্ট্যাম্পেই খরচ হয়েছে ২ কোটি ৫ হাজার রুপি।
অভিষেকের ফ্ল্যাটটি উরলির অ্যানি বেসান্ত রোডে স্কাইলার্ক টাওয়ারের ৩৭তম তলার ওপর। ভবনটির দুটি শাখা আছে। প্রতিটি ৬৭ তলা উঁচু। অভিষেকের ফ্ল্যাটটিতে পাঁচটি ঘুমানো, খাওয়া, পরিবারের আড্ডা দেওয়া ও বসার জন্য আলাদা আলাদা ঘর এবং রান্নাঘর রয়েছে। ফ্ল্যাটের চারদিকে আছে ২০ ফুটের বারান্দা। এই শহরে খুব কম আবাসন প্রকল্পের এতো বড়সড় বারান্দা রাখার অনুমতি রয়েছে। এর মধ্যে এটি একটি।