অভিষেকেই তাইজুলের কারিশমা : বিশ্বরের্কড
প্রকাশিত হয়েছে : ১০:০৬:২৪,অপরাহ্ন ০১ ডিসেম্বর ২০১৪
র্স্পোটস ডেস্ক:: জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেকেই হ্যাটট্রিক করেছে বাংলাদেশ দলের স্পিনার তাইজুল ইসলাম। এর মধ্যে দিয়ে চতুর্থ বাংলাদেশী ক্রিকেটার হিসেবে ওয়ানডে অভিষেকে হ্যাটট্রিকের রেকর্ড গড়লেন তাইজুল। একই সাথে ওয়ানডে, টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেটেও গড়লেন বিশ্বরেকর্ড।
টসে জিতে ব্যাট করতে নামা জিম্বাবুয়ে ৩০ ওভার শেষে ১২৮ রানেই গুটিয়ে যাওয়ার আগ পর্যন্ত হ্যাটট্রিকসহ মোট চারটি উইকেট তুলে নিয়েছেন তাইজুল। হ্যাটট্রিকের পথে পানিয়াঙ্গারা, চাতারা এবং নাইম্বুকে ফিরিয়েছেন এই অর্থোডক্স স্পিনার।
এদিন সাত ওভার বল করে দুইটি মেইডেনসহ তাইজুল দিয়েছেন মাত্র ১১ রান।
এর আগে পেসার শাহাদাত হোসেন ও স্পিনার আবদুর রাজ্জাক জিম্বাবুয়ের বিপক্ষে এবং পেসার রুবেল হোসেন নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক করেন।
উল্লেখ্য, পাচ ম্যাচ ওয়ানডে সিরিজের চারটিতেই জয় নিয়ে মাঠ ছেড়েছে টাইগাররা। তাই শেষ ম্যাচটি তাদের কাছে নিয়ম রক্ষার জন্য হলেও, অন্তত শেষ ম্যাচটিতে জয় নিয়ে মাঠ ছাড়তে চায় সিবান্দা-মাসাকাদজারা।