অভিনেতা রনি‘র মৃত্যু নিয়ে রহস্য, স্ত্রী বলছে খুন
প্রকাশিত হয়েছে : ৬:১৬:০৭,অপরাহ্ন ২৭ মে ২০১৫
বিনোদন ডেস্ক :: পশ্চিম বাংলার অভিনেতা রনি’র মৃত্যু নিয়ে দিন দিন যেনো এক বিঁদঘুটে রহস্যই তৈরি হচ্ছে। ক্ষণে ক্ষণে তার মৃত্যু রহস্য নিচ্ছে নতুন মোড়। আর এবার রনির আত্মহত্যার খবর অস্বীকার করে থানায় খুনের মামলা করলো তার পরিবার।
জানা গেছে, মৃত্যুর প্রায় ১০দিন পর থানায় খুনের অভিযোগ দায়ের করল টেলিভিশনের পরিচিত মুখ রনি চক্রবর্তীর পরিবার। তাদের দাবি, রনির মৃত্যু জলে ডুবে নয়, বরং তা সুপরিকল্পিত তাকে হত্যা করা হয়েছে।
রনির স্ত্রী জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্টে পাকস্থলীতে অ্যালকোহলের উপস্থিতি মেলেনি। কিন্তু, রনির মৃত্যুর পরদিন প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন, জলে নামার আগে অভিনেতার মুখ থেকে মদের গন্ধ মেলে। এখানেই খটকা লাগছে পরিবারের। রনির স্ত্রীর দাবি, পুলিশ প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করুক। তবেই সত্যি বেরিয়ে আসবে।
যদিও ময়নাতদন্তের রিপোর্ট খতিয়ে পুলিশের প্রাথমিক অনুমান ছিল, জলে ডুবে মৃত্যু হয়েছে রনির। তা মানতে নারাজ রনির পরিবারের সদস্যরা।
উল্লেখ্য, গত ১৫ মে সন্তোষপুরে বাড়ির কাছের এক পুকুর থেকে উদ্ধার হয় অভিনেতা রনি চক্রবর্তীর দেহ। ওই সময়ই জলে ডুবে রনির আত্মহত্যার খবর মেনে নেয়নি তার পরিবার। এমনকি রনি ভালো সাঁতার জানতেন বলেও দাবি ছিলো পরিবারের। ফলে তাঁর জলে ডুবে মৃত্যু নিয়ে রহস্য ছিলই।