অবৈধ সরকার পতন এখন সময়ের ব্যাপার মাত্র : বিএনপি
প্রকাশিত হয়েছে : ৯:৪৭:২০,অপরাহ্ন ২২ ফেব্রুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, ‘জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রত্যাখ্যাত অবৈধ সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র। আজ রোববার গণমাধ্যমে পাঠানো বিএনপির প্যাডে লেখা এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
সালাহ উদ্দিন আহমেদ বলেন, ‘অবৈধ সরকার স্বীকৃতি ও সহানুভুতি আদায়ের প্রত্যাশা নিয়ে আন্তর্জাতিক মহলের দুয়ারে দুয়ারে ধর্ণা দিয়ে অবশেষে প্রত্যাখ্যাত হয়ে বর্তমানে নির্মম পতনের প্রহর গুণছে। জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রত্যাখ্যাত অবৈধ সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র।’
বিএনপির এই যুগ্ম সহাসচিব আরো বলেন, ”আজ আমরা ঘোষণা করছি-চলমান গণআন্দোলনে যাদের প্রাণ বিসর্জিত হচ্ছে সরকারী বাহিনীর হাতে তাদেরকে ‘জাতীয় বীর’-এর মর্যাদা প্রদান করা হবে, তাদের পরিবার ও সন্তানদের উপযুক্ত ক্ষতিপূরণ ও পূণর্বাসন করা হবে এবং আন্দোলনে বিভিন্নভাবে আক্রান্ত হয়ে যারা পঙ্গুত্ব বরণ করেছেন তাদেরকে জাতীয় সম্মানসহ উপযুক্ত ক্ষতিপূরণ ও পূণর্বাসন করা হবে। তাদের সকলকেই এ প্রজন্মের ‘মুক্তিযোদ্ধা’ হিসেবে স্বীকৃতি প্রদান করা হবে।
রাজনীতির নাবালকত্ব শ্রেণীর অন্তর্ভুক্ত’ বলে আখ্যায়িত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে খালেদা জিয়া সম্পর্কে মন্তব্য করা থেকে তাকে বিরত থাকার পরামর্শ দেন সালাহ উদ্দিন।
দেশের বিভিন্ন স্থানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে বিএনপি ও ২০ দলের নেতাকর্মী নিহতের ঘটনায় জড়িতদের ভবিষ্যতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ উপযুক্ত আদালতে বিচারের আওতায় আনারও ঘোষণা দেন বিএনপির শীর্ষস্থানীয় এই নেতা।
বিবৃতির শেষাংশে দলের নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে হরতাল-অবরোধ পালনের আহ্বান জানান সালাহ উদ্দিন আহমেদ।