অবৈধ বাংলাদেশিদের দেশে ফেরার অনুমতি ওমান সরকারের
প্রকাশিত হয়েছে : ১:৪৮:৪০,অপরাহ্ন ২৬ এপ্রিল ২০১৫
প্রবাস ডেস্ক :: ওমানে অবৈধভাবে বসবাসকারী শ্রমবাজারের লোকদের নিজের দেশে ফেরার সুযোগ দিল ওমান সরকার শেখ সুলতান কাবুজ।
এ জন্য ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এর মধ্যে অবৈধ বসবাসকারী ওমান ত্যাগ না করলে সাঁড়াশি অভিযান শুরু হবে বলে জানিয়েছে বাংলাদেশ শ্রম বাজার অধিদপ্তর।
ওমানে প্রায় ৪০ হাজারের মত বাংলাদেশি নারী ও পুরুষ শ্রমিক রয়েছে। যাদের ওমানের কোন ভিসা পতাকা নেই তাদের নিজের দেশে ফেরার জন্য আউট পাস চালু করেছে ওমান সরকার। এ সুযোগ দেওয়ার কারণে অনেকে নিজের দেশে ফিরতে শুরু করেছে বলে জানা যায়।
অবৈধ ভাবে বসবাসকারী বাংলাদেশেরে এক শ্রমিক ফোনে জানান, বাড়ি-ভিটা বিক্রি ও লোন নিয়ে ওমান পাড়ি দিয়েছি। কিছু টাকা রোজগারের আশায় ওমানে এসেছি। দালালের খপ্পরে পড়ে সবকিছু হারালাম। এখনো লোন শোধ করতে পারিনি। অনেক দিন ওমান পুলিশকে ফাঁকি দিয়ে কাছ করেছি। এখন আর ফাঁকি দেওয়ার সুযোগ নেই।
ওমান সরকার অবৈধদের আউট পাস চালু করেছে তিন মাসের মধ্যে। অবৈধদের ওমান ত্যাগ করতে হবে না হলে ওমানের জেলে সাজা ভোগ করতে হবে।