অবসান ঘটতে যাচ্ছে রুমি-অনন্যা কলহের
প্রকাশিত হয়েছে : ৯:১৩:১৮,অপরাহ্ন ২৭ নভেম্বর ২০১৪
বিনোদন ডেস্ক :: সবকিছু ঠিক থাকলে আগামী রবিবার অবসান ঘটতে পারে রুমি-অনন্যা দাম্পত্য কলহের। এমনকি আজও অবসান ঘটতে পারে এ কলহের। আজ শুনানি ছিল এ মামলার। সকালেই মাকে নিয়ে আদালতে উপস্থিত হন অনন্যা। অপরদিকে, দীর্ঘদিন পর রুমির মাকেও আজ দেখা গেল আদালতে।
শুনানিতে আপসের সিদ্ধান্ত জানান রুমির আইনজীবী। দুই পক্ষের আইনজীবীর শুনানির পর আগামী রবিবার পর্যন্ত সময় দেন আদালত। ইচ্ছা করলে আজও এ মামলার সমঝোতা করতে পারেন বলে জানানো হয় তাদেরকে। এ সিদ্ধান্তে কিছুটা নড়েচড়ে ওঠে রুমির আইনজীবী। বিকালের মধ্যে শর্তনামার লেনদেন সম্পন্ন করে অবসান ঘটানোর কথা জানান তারা। কোনো কারণে আজ না পারলে রবিবারের মধ্যে শর্তনামার দাবিকৃত লেনদেন সম্পন্ন করে আদালতে জানালেন তারা।
সম্প্রতি দুই পক্ষের উকিলের উপস্থিতিতে সম্পন্ন হয় আরও একটি সমঝোতা বৈঠক। এর আগেও বেশ কয়েকবার সমঝোতার প্রস্তাব রেখেছিলেন রুমি।
জানা গেছে, সন্তান আরিয়ানের ভরণপোষণের জন্য ২০ লাখ টাকার ব্যাংক ডিপোজিট করার প্রস্তাবে রাজি হয়েছেন রুমি। কাবিননামার ১ লক্ষ টাকাও দিবেন। এছাড়া ডিভোর্সের আগ পর্যন্ত অনন্যা ও সন্তান আরিয়ানের তিনমাসের ভরণপোষণের ব্যবস্থা করবেন। ফেরত দেবেন তার কাছে গচ্ছিত রাখা অনন্যার বিয়ের গয়না।