অবরোধ চলাকালে সিলেটের দক্ষিণ সুরমায় স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের মিছিল-সমাবেশ
প্রকাশিত হয়েছে : ৭:৫৪:১৯,অপরাহ্ন ০৬ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
বেগম খালেদা জিয়ার ডাকে দেশব্যপী অবরোধ চলাকালে সিলেটের দক্ষিণ সুরমায় সড়ক অবরোধ করে মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল। সকাল ৮.০০টায় দক্ষিণ সুরমার বাবনা পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে ক্বীন ব্রীজ মোড়, পুরাতন রেলস্ট্রেশন ঘুরে পুনরায় বাবনা পয়েন্টে সমাবেশ অনুষ্টিত হয়। ২৬ নং ওয়ার্ড স্বেচ্ছা সেবক দলের আহবায়ক মফিজুর রহমান জুবেদের সভাপতিত্বে এবং ছাত্রদল নেতা ইমরানুল ইসলাম জাসিমের পরিচালনায় অনুষ্টিত মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্না।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল নেতা জয়নাল আহমদ, আলতাফ হোসেন বেলাল, খালেদুর রশিদ ঝলক, তছির আলী, লিটন কুমার দাস নান্টু, আমিনুল ইসলাম সাজু, মনোজ দেব, শফিক আহমদ, দেওয়ান নিজাম খান, আবদুল কাইয়ুম, কামাল হোসেন, হামিদ হোসেন, দেলোয়ার হোসেন চৌধুরী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল নেতা ইফতেখার আহমদ সোহেল, আবু আম্বিয়া, জাকারিয়া আহমদ, তোফায়েল আহমদ তুহিন, কয়েছ আহমদ, নুরুল ইসলাম রুহুল, ঝলক আচার্য, মিসবাউল আম্বিয়া, লাহিন আহমদ, আব্দুল হান্নান, আব্দুল মুকিত মুকুল, এমদাদ হোসেন, ফরিদ উদ্দিন, আমিন আহমদ, আব্দুল মোতাকাব্বির সাকি, দেলওয়ার হোসেন, আবু ইয়ামিন চৌধুরী, সদরুল ইসলাম লোকমান, ওমর ফারুক, শেখ সামসুদ্দিন, এপলু আহমদ, ফখরুল ইসলাম, রাজন আহমদ, তাজুল ইসলাম সাজু, আব্দুস সালাম, আলম রহমান, তায়েফ আহমদ, আরাফাত রহমান, রাসেল আহমদ, মিঠু আহমদ, আলাল আহমদ, সাইফুল ইসলাম,জাকির হোসেন, শোয়েব আহমদ. ফাহাদ মাহফুজ চৌধুরী, মামুন আহমদ, তেফায়েল আহমদ রাফি, বাবুল আহমদ, গোলাম হোসেন, জাহেদুর রহমান, সুমন আহমদ আনসার, রুহেল আহমদ, তুহেল আহমদ, জন্টু মিয়া, আল-আমীন, ইকবাল হোসেন, সামিউল ইসলাম সানি, সায়েন আলী প্রমূখ।
সভায় বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, অবিলম্বে পদত্যাগ করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান। অন্যথায় বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে দেশব্যপী যে গণ আন্দোলন শুরু হয়েছে তাতে ক্ষমতা লোভী হাসিনার পালিয়ে গিয়েও শেষ রক্ষা হবে না। বক্তারা অবিলম্বে সিলেটের বীর সৈনিক জননেতা এম ইলিয়াস আলীকে জনতার মাঝে ফিরিয়ে দেওয়ার দাবী জানান। পাশাপাশি স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও সিলেট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট সামসুজ্জামান জামানের বিরুদ্ধে দায়েরকৃত হয়রানী মূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।-বিজ্ঞপ্তি