অবরোধ কেন অসাংবিধানিক নয়: হাইকোর্ট
প্রকাশিত হয়েছে : ৮:৩৪:১১,অপরাহ্ন ০২ মার্চ ২০১৫
নিউজ ডেস্ক :: অবরোধকে কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে অবরোধে আইনগত বাধা নিষেধ আরোপে নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না তাও জানতে চাওয়া হয়েছে রুলে।
আজ সোমবার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করে। চারটি ব্যবসায়ী সংগঠন গতকাল রিট আবেদন করে। শুনানি শেষে আজ আদালত এ আদেশ দেয়।