অবরোধে যান চলাচলে নিরাপত্তা দেবে র্যাব
প্রকাশিত হয়েছে : ১২:৪২:৫১,অপরাহ্ন ০৮ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক :: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নব নিযুক্ত মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ জানিয়েছেন, এখন থেকে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের চলমান অবরোধে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ সব ধরনের যানবাহন চলাচলে নিরাপত্তা দেওয়া হবে।
বৃহস্পতিবার টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে গিয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।
বেনজীর আহমেদ বলেন, সারা দেশে র্যাবের ব্যাটালিয়ন রয়েছে। চলমান অবরোধে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ সব ধরনের যানবাহন চলাচলে র্যাবের সহায়তা চাইলে তা দেয়া হবে।
তিনি বলেন, বিশ্ব ইজতেমায় র্যাব কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। র্যাবের পোশাকের পাশাপাশি সাদা পোশাক ও ছদ্মবেশে দায়িত্ব পালন করবে র্যাব। এছাড়া আকাশ পথে টহল দেবে র্যাবের হেলিকপ্টার।
মুসল্লীদের চিকিৎসা সেবা ও বিশুদ্ধ পানি সরবরাহ করা হবে বলেও জানান তিনি।