অবরোধে ভিন্ন কৌশলে পরিবহন শ্রমিকরা
প্রকাশিত হয়েছে : ৯:৫৮:০৯,অপরাহ্ন ২৩ জানুয়ারি ২০১৫
অনলাইন ডেস্ক:: ২০ দলীয় জোটের ডাকা টানা অবরোধে বিপর্যস্ত জীবন। অবরোধের কারণে পরিবহন শ্রমিকরা গাড়ি নিয়ে বের হতে পারছেন না। বাহিরে বের হলে জীবন নাশের হুমকি। পেট্রোল বোমার ভয়ে অনেকে গাড়ি নিয়ে বের হতে পারে না।
বাধ্য হয়েই বাঁচার তাগিদে তাই ভিন্ন কৌশল অবলম্বন করছেন নীলফামারীর জলঢাকা উপজেলার পরিবহন শ্রমিকরা। মাইক্রোবাসের গায়ে অ্যাম্বুলেন্স লিখে তা নিয়ে অবরোধের মধ্যে পরিবহনের কাজ করছেন তারা।
শুক্রবার দুপুরে দেখা যায়, একটি মাইক্রোবাসে লেখা হচ্ছে অ্যাম্বুলেন্স। বিষয়টি জানতে চাইলে প্রথমে তা এড়িয়ে যান ওই গাড়ির চালক রাজু।
পরক্ষণেই তিনি বলেন, টানা অবরোধে অনেকটা নিরুপায় হয়ে গাড়ি নিয়ে রাস্তায় বের হলেও আতঙ্কে থাকতে হয়। তাই এই পথ ছাড়া আর কোনো উপায় নাই।
আরেক মাইক্রোবাস চালক জহুরুল বলেন, অবরোধ আর কিছু দিন চললে আমাদেরকে রাস্তায় বসতে হবে। তাই পরিবহন শ্রমিকদের বাঁচাতে হলে হরতাল অবরোধ বন্ধ করতে হবে।
‘মাহবুব আর্ট’র কর্মকর্তা জানান, অবরোধের জন্য গত কয়েক দিন ধরে মাইক্রোবাসগুলোতে অ্যাম্বুলেন্স লিখে নিয়ে যাচ্ছে পরিবহন শ্রমিকেরা।
উল্লেখ্য, ২০ দলীয় জোটের ১৮ তম দিন আজ। গত ১৭ দিনে নিহত হয়েছেন ৩১ জন। এরমধ্যে সংঘর্ষে মারা গেছেন ১০ জন, পেট্রোল বোমা ও আগুনে মারা গেছেন ১৫ জন। অন্যান্য কারণে মারা গেছেন আরও ৬ জন। আর ৬৭২ টি যানবাহনে আগুন ও ভাঙচুর করা হয়েছে। রেলে নাশকতা হয়েছে ৫ দফায়।