অবরোধের ২৫ দিন: সুনামগঞ্জে গ্রেফতার বিএনপির ১৮৩ ও জামায়াতের ১০ কর্মী
প্রকাশিত হয়েছে : ১০:০৮:১৪,অপরাহ্ন ৩০ জানুয়ারি ২০১৫
সুনামগঞ্জ সংবাদদাতা::
বরোধের প্রথম দিন থেকে আজ শুক্রবার পর্যন্ত রাজনৈতিক সহিংসতার চারটি মামলায় বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী গ্রেফতার হলেও জামায়াতের নেতাকর্মীর সংখ্যা একেবারেই কম।
পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায়, গত ৫ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত রাজনৈতিক সহিংসতার চারটি মামলাসহ বিভিন্ন মামলায় সুনামগঞ্জ জেলা পুলিশ ১০টি উপজেলা ও একটি থানায় নিয়মিত অভিযান চালায়। অভিযানে বিভিন্ন মামলার ৬৮২ জন আসামিকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে বিএনপি সমর্থিত আসামি ১৮৩ জন ও জামায়াত সমর্থিত আসামি রয়েছে ১০জন। রাজপথে আন্দোলন সংগ্রামে বিএনপির পর সবচেয়ে সক্রিয় সংগঠন জামায়াত। তারা জেলা শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় দ্রুতগতিতে ঝটিকা মিছিল করে আসছে।
এ ব্যাপারে পুলিশ সুপার মো. হারুন অর রশিদ বলেন, নাশকতার সঙ্গে জড়িত জামায়াতের নেতাকর্মীদের গ্রেফতার করতে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। যেকোনও ধরনের নাশকতার বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে।