অপেক্ষায় স্বাগতা
প্রকাশিত হয়েছে : ১১:০৭:৪৬,অপরাহ্ন ২৪ ফেব্রুয়ারি ২০১৫
বিনোদন ডেস্ক :: অপেক্ষায় আছেন স্বাগতা। নাটক, চলচ্চিত্র, গান, উপস্থাপনা- সবকিছুতেই সাবলীল স্বাগতা অপেক্ষা করছেন ভিন্নধর্মী কোন কাজের। তবে কি সেই মনের মত কাজ, সে কথা এখনই প্রকাশ করতে নারাজ তিনি। খন্ড নাটক ছাড়া অভিনেত্রী স্বাগতা নিয়মিত কাজ করছেন ধারাবাহিক নাটকে। ‘ধন্যি মেয়ে’, ‘পাল্টা হাওয়া’, ‘অপুর্বা’, দলছুট প্রজাপতি’, ‘কমেডি অ্যাট কলোনি’, ‘কাছাকাছি’ প্রভৃতি নাটকগুলো বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে কিংবা প্রচারের অপেক্ষায় আছে।
সুমন আনোয়ারের পরিচালনায় ‘দহন’ নামের ধারাবাহিক নাটকে অভিনয় করার কথা থাকলেও করছেন না স্বাগতা। কারন আর কিছুই নয়- যে কাজের জন্য অপেক্ষায় আছেন, প্রস্তুতিতে কোন কমতি রাখতে চাইছেন না তিনি। শুধু নাটক নয়, গান থেকেও বেশ খানিকটা দূরে স্বাগতা। সম্প্রতি তার ব্যান্ডদল মহাকাল ভেঙে গেছে, বিগত ১০ বছরের গানের রুটিনটা তাই এলোমেলো। মহাকালের ভাঙন প্রসঙ্গে তিনি বলেন, ‘মহাকাল যখন যাত্রা শুরু করে, সব সদস্যদের বয়স অনেক কম ছিল। বড় হতে হতে আমাদের একেক জনের টেস্ট একেক রকম হয়ে গেছে। আর ভিন্ন ভিন্ন টেস্টের মানুষ তো একটা দল চালাতে পারে না। তাই দলটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমারা’
মহাকাল ভেঙে গেলেও গানের চর্চা থেমে নেই স্বাগতার। গানের পরিবেশনায় অনুপস্থিত থাকলেও শাস্ত্রীয় সংগীতে মনোনিবেশ করেছেন তিনি। শিখছেন সুনীল মন্ডল এবং অনীল কুমারের কাছে। পরবর্তীতে শাস্ত্রীয় সংগীত ভিত্তিক গানেই নিজেকে ধরে রাখতে চান স্বাগতা। বিয়ে প্রসঙ্গে একই কথা বললেন তিনি। ‘সময় হলে নিজেই সবাইকে জানাবো। আমার বিয়ের খবর তো গোপন রাখবো না’। একদিকে সময় হলে প্রকাশ করবেন অপেক্ষায় থাকা কাজটির কথা, অন্যদিকে সময় হলেই প্রকাশ করবেন বিয়ের দিন ক্ষণ। দেখা যাক, স্বাগতার এই সময়টা কোন সময় হয়।I