অপূর্বর রেস্তোরাঁয় মৌ
প্রকাশিত হয়েছে : ১০:২৩:০৫,অপরাহ্ন ১০ ডিসেম্বর ২০১৪
বিনোদন ডেস্ক:: অভিনেতা অপূর্ব গুলশানে একটি রেস্তোরাঁ দিয়েছেন। টাম্মি টাইম নামে এ রেস্টুরেন্টি প্রতিষ্ঠার পর থেকেই এখানে নানা অঙ্গণের তারকারা আসেন। এবার আসলেন অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। শুধু খাবার খেতে নয়। তিনি একটি নাটকের শ্যুটিং করতে এসেছিলেন এখানে। এ নাটকে তার বিপরীতে অভিনয় করছেন অপূর্ব।
সৈয়দ ইকবালের রচনা ও সাখাওয়াৎ মানিকের পরিচালনায় নাটকটির নাম ‘আই মিস ইউ’। নাটকটির গল্পে দেখা যাবে-অনেক নামিদামি চিত্রনায়িকা অবন্তিকা (মৌ)। অন্যদিকে অদ্ভুত এক চরিত্রের মানুষ কাব্য (অপূর্ব)। দুই মেরুর দুই মানুষের ভালোলাগা, ভালোবাসা কিংবা না পাওয়ার গল্প এতে ফুটে ওঠেছে বলে জানান নির্মাতা।
অপূর্ব বলেন, ‘আমি আর মৌ বেশকিছু নাটকে অভিনয় করেছি। প্রত্যেকটা গল্প একটা আরেকটার চাইতে ভিন্ন। তেমনি আরেকটি গল্পের নাটক ‘আই মিস ইউ’। গল্পটার মধ্যে একটা ক্যামেস্ট্রি আছে। দর্শকদের আসলেই ভালো লাগবে।’ মৌ বলেন, ‘আমি আসলে ভিন্ন টাইপের গল্পেই অভিনয় করি। তেমনি একটা গল্প এই নাটকটিতে আছে।’
নাটকটিতে আরো অভিনয় করেছেন জয়শ্রীকর জয়া, সাদমান সামির, সামান্তা প্রমুখ।