অনুসন্ধান ও উদ্ধারে রোবট সাপ
প্রকাশিত হয়েছে : ৯:১৭:৪৩,অপরাহ্ন ০২ জানুয়ারি ২০১৫
তথ্য-প্রযুক্তি ডেস্ক: ইসরায়েলের একদল প্রকৌশলী এবার তৈরি করেছেন সাপ-আকৃতির একটি রোবট। এটি অনুসন্ধান ও উদ্ধার অভিযানে অংশ নিতে পারে। বিয়ারশেবা শহরের বেন-গুরিয়ন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী আমির শাপিরোর গবেষণাগারে তৈরি রোবটটির নমনীয়তার মাত্রা এমন যে এটি ধসে পড়া কোনো ভবনে অনুসন্ধান চালিয়ে ক্ষয়ক্ষতি নিরূপণে সক্ষম।
মরুভূমির সাইডওয়াইন্ডার সাপের চলন অনুসরণ করে বিজ্ঞানীরা বানালেন রোবট সাপ। এই রোবট সাপও হুবহু সাইডওয়াইন্ডার সাপের মতো আড়াআড়ি বালিয়ারি বেয়ে অনায়াসে ধেয়ে যেতে পারে।
গবেষণাগারের মেঝেতে রোবটটি দিব্যি সাপের মতো হামাগুড়ি দিয়ে ঘুরে বেড়াচ্ছে। তবে এতে বাস্তব সাপের অবয়ব এখনো দেওয়া হয়নি। শাপিরো আগেও বেশ কয়েকটি রোবট তৈরি করেছেন। এগুলোর অধিকাংশই ইসরায়েলি সেনাবাহিনীতে ব্যবহৃত হচ্ছে। এসবের মধ্যে রয়েছে সিঁড়ি বেয়ে ভারী বোঝা বহনকারী রোবট। আবার কিছু রোবট জাহাজে লুকিয়ে রাখা বোমাও শনাক্ত করতে পারে। প্রায় সাত ফিট লম্বা ও সর্বোচ্চ ১৩ পাউন্ড পর্যন্ত ওজন বহনে সক্ষম দেখতে হুবহু সাপটি গবেষণা কর্ম পরিচালনার জন্য মূলত তৈরি করা হয়েছে।
এটি ২২৫ ডিগ্রি পর্যন্ত বাক নিতে পারে। তৈরির শৈলীতে এর আকৃতির গঠন প্রণালী এমন যে এটি যেকোনো সংকীর্ণ স্থানে যেতে পারে। অনেক স্পর্শ কাতর স্থান আছে ‘যেমন-কোন সুরুঙ্গ বা টানেল, প্রাকৃতিক খনি’ যেখানে মানুষের পক্ষে সশরীরে প্রবেশ করা কঠিন। সাপটির মুখে একটি ক্যামেরা যুক্ত করে এতে ফ্লাস লাইট লাগানো রয়েছে।