অনিয়মের দায়ে দুই ভূমি কর্মকর্তার বদলি
প্রকাশিত হয়েছে : ১০:৩৬:১০,অপরাহ্ন ২৯ জানুয়ারি ২০১৫
নিউজ ডেস্ক::
অনিয়মের দায়ে পটিয়া উপজেলা ভূমি অফিসের দুই কর্মকর্তাকে অন্যত্র বদলির আদেশ দিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। বৃহস্পতিবার পটিয়া উপজেলা ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে দু’জনকে বদলির এ নির্দেশ দেন প্রতিমন্ত্রী।
দুজন কর্মকর্তা হলেন সহকারি তহশীলদার সাজ্জাদ শাওন ও কোরবান আলী। ভূমি কর্মকর্তাদের হেফাজতে পাঁচ হাজার টাকা পর্যন্ত রাখার নিয়ম রয়েছে। কিন্তু পরিদর্শনে মন্ত্রী ওই দু’জন কর্মকর্তার হেফাজতে ৩১ হাজার ১২৮ টাকা পান।
এসময় মন্ত্রী উপস্থিত অতিরিক্ত জেলা প্রশাসককে (রাজস্ব) ওই দু’জন কর্মকর্তার অন্যত্র পদায়নের আদেশ দেন। প্রতিমন্ত্রী ভূমি অফিসে উপস্থিত ভুক্তভোগী সাধারণ মানুষের অভিযোগের কথাও শুনেন।