অনন্ত হত্যা মামলা তদন্ত করছে সিআইডি’র অর্গানাইজড ক্রাইম
প্রকাশিত হয়েছে : ৫:৪৩:৪১,অপরাহ্ন ০৮ জুন ২০১৫
নিউজ ডেস্ক :: সিআইডি’র অর্গানাইজড ক্রাইম ব্লগার অনন্ত বিজয় হত্যা মামলা তদন্ত করবে। সিআইডি’র সিনিয়র এএসপি মেহেরুন নেছা পারুল এ তথ্য জানিয়েছেন।
এদিকে, পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে গত শুক্রবার মামলার নথিপত্র বুঝে নিয়েছে সিআইডি। বিমানবন্দর থানার ওসি(তদন্ত) ও মামলার আইও নূরুল আলম জানান, তারা সকল কাগজপত্র সিআইডিকে বুঝিয়ে দিয়েছেন। গত ২৫ মে পুলিশ হেডকোয়ার্টার্স মামলাটি সিআইডি’র কাছে হস্তান্তরের তাগাদা দেয়।
এদিকে, অনন্ত হত্যার এক মাস পূর্তিতে আগামী ১৩ জুন সিলেট নগরীর কোর্ট পয়েন্টে সমাবেশ করবে সিলেটের প্রগতিশীল রাজনৈতিক দল সমূহ।
গত ১২ মে ব্যাংকে যাওয়ার পথে নগরীর সুবিদবাজার এলাকায় নৃশংসভাবে খুন হন মুক্তমনা ব্লগার ও সিলেট গণজাগরণ মঞ্চের সংগঠক অনন্ত বিজয় দাস। এ ঘটনায় তার ভাই রতেœশ্বর দাস বাদী হয়ে অজ্ঞাতনামা ৪ ব্যক্তিকে আসামী করে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করেন।