অনন্ত বিজয় দাশ হত্যায় সাংবাদিক রিমান্ডে
প্রকাশিত হয়েছে : ৩:৪১:২৭,অপরাহ্ন ০৮ জুন ২০১৫
নিউজ ডেস্ক::
সিলেটের ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় এক সাংবাদিককে রিমান্ডে নেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ওই সাংবাদিককে আজ সোমবার আদালতে হাজির করলে সিলেটের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারহানা ইয়াসমিন তাকে এ রিমান্ডের আদেশ দেন।
সিআইডি পুলিশের পরিদর্শক ও এই মামলার তদন্ত কর্মকর্তা আরমান আলী জানান, ওই সাংবাদিকের নাম ইদরিস আলী। সে স্থানীয় এক পত্রিকার ফটো সাংবাদিক।
আরমান আলী বলেন, ‘অনন্ত দাশ হত্যাকান্ডে ইদরিসের সরাসরি জড়িত থাকার বিষয়ে আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে।’
গতকাল রোববার রাতে সিলেট সদর উপজেলার ফতেহগর গ্রামে আইন শৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে ইদরিস আলীকে আটক করা হয় বলে জানান সিলেট বিমান বন্দর থানার ওসি গওসুল হুসেন।
গত ১২ মে সিলেটের সুবিদ বাজার এলাকায় নিজ বাড়ি থেকে ২৫০ গজ দূরে সকাল সাড়ে ৮টার দিকে দুর্বৃত্তদের হাতে মর্মান্তিকভাবে নিহত হন ব্লগার অনন্ত বিজয় দাশ। হত্যাকান্ডের পরদিন অনন্ত বিজয়ের ভাই রত্নেশ্বর দাশ চার অজ্ঞাত ব্যক্তির নামে সিলেট নগরের বিমানবন্দর থানায় মামলা দায়ের করেন।