অনন্ত-বর্ষা উদ্বোধন করলেন কফি শপ
প্রকাশিত হয়েছে : ৮:০৪:৪২,অপরাহ্ন ২৩ মে ২০১৫
বিনোদন ডেস্ক :: আলোচিত জুটি অনন্ত-বর্ষার হাত ধরে বাংলাদেশে যাত্রা করলো আমেরিকার ওহাইওর বিখ্যাত কফি ব্র্যান্ড ক্রিমসন কাপ কফির বাংলাদেশি ফ্রানচাইজি কলম্বাস কফি শপ। বনানীর ১১ নম্বর রোডের ২৫ নম্বর বাড়ির দোতলায় তারা উদ্বোধন করেন শপটি। ২২ মে বিকেলে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা গাজী মাজহারুল আনোয়ার, সংগীতশিল্পী দিঠি আনোয়ার, ক্রিকেটার আশরাফুল সহ অনেকেই।
কলম্বাস কফির স্বাদ নিতে নিতে চিত্রনায়ক অনন্ত জলিল বলেন,‘কফির প্রতি আমার ও বর্ষার আলাদা একটা দূর্বলতা আছে। বিশ্বের যে দেশেই যাই কফির স্বাধ নিয়ে আসি। ক্রিমসন কাপ কফির সঙ্গে আমার আগে থেকেই পরিচয় ও স্বাধ নেবার অভিজ্ঞতা আছে। আশা করছি বাংলাদেশের কলম্বাস কফি শপে ক্রিমসনের কফির স্বাদটা বজায় থাকবে।’
পরে অনন্ত-বর্ষা মিলে পুরো কফি শপটি ঘুরে দেখেন, সেলফি তোলেন এবং কফি গ্রহনকারীদের সঙ্গে কথা বলেন।