অতীতে নির্বাচিতরা চা বাগানে বিভেদ সৃষ্টি করে লুটপাট করেছে —সমাজকল্যাণ মন্ত্রী
প্রকাশিত হয়েছে : ১২:৪৫:৪৪,অপরাহ্ন ০৯ নভেম্বর ২০১৪
আনহার আহমদ সমশাদ, মৌলভীবাজার: সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী বলেছেন, দেশের চা শ্রমিকদের ভাগ্যউন্নয়নে প্রধান মন্ত্রী শেখ হাসিনা সরাসরি ভূমিকা পালন করছেন। চা শ্রমিকদের কল্যাণে সরকার কাজ করে যাচ্ছে। অতীতে নির্বাচিতরা চা বাগানে বিভেদ সৃষ্টি করে নিজেরা লুটপাট করেছে।
মন্ত্রী চা বাগান মালিকদের উদ্দেশ্যে বলেন,চা বাগানের শ্রমিকদের বঞ্চিত করে বাগান মালিকদের নিজের উন্নয়ন করতে দেয়া হবে না। মন্ত্রী জোর দিয়ে বলেন,চা অধ্যষিুত এ অঞ্চলেই দ্বিতীয় চা নিলাম কেন্দ্র স্থাপন করা হবে যাতে চায়ের দাম তিনশ টাকা দরে সাশ্রয়ী মূল্যে যেন এলাকার মানুষ চা পানের সুযোগ পান।
চা বাগানের ষ্টাফদের(বাবুদের) উদ্দেশে মন্ত্রী বলেন,আপনাদের বিরুদ্ধে অনেক আকাম -কুকামের অভিযোগ রয়েছে। আপনারা বাগানের শ্রমিকদের অনেক আকাম কুকাম করেন। ভবিষ্যতে আর কোনো বাবু ষ্টাফদের বিরুদ্ধে আমার কাছে কোনও অভিযোগ আসে তাহলে ছাড় দেয়া হবে না। তবে চা শ্রমিকদের উদ্দেশ্যেও মন্ত্রী বলেন,আপনারাও (চাশ্রমিকরাও)চা বাগানের উন্নয়নে মালিক শ্রমিক মিলে কাজ করুন। অযথা নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগাবেন না(বাগানের উন্নয়নে) বাধাগ্রস্থ করবেন না।
রবিবার দুপুর দেড়টার দিকে শ্রীমঙ্গল পৌরসভা মাঠে বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের ৫০তম বার্ষিক সাধারন সভা ও সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী এসব কথা বলেন। পরে মন্ত্রী ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি……’দেশাত্ববোধক গান গেয়ে তাঁর বক্তব্যও সমাপ্তি টানেন।
বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের সভাপতি এম ইকবাল চৌধুরী ও সাধারন সম্পাদক মো. জাকারিয়ার পরিচালনায় এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন (মৌলভীবাজার-সুনামগঞ্জ) আসনের সাংসদ অ্যাডভোকেট শামছুন নাহার বেগম(শাহানা রব্বানী), মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক আজিজুর রহমান,বাংলাদেশ পুলিশের (অবসরপ্রাপ্ত এআইজি) বজলুল করিম, শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব, উপ-শ্রম পরিচালক, শ্রমকল্যাণ বিভাগ গিয়াস উদ্দিন, চট্রগ্রাম অঞ্চলের বিটিইএসএ সভাপতি কুতুব উদ্দিন মুহুরী। এসময় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল, জেলা ছাত্রলীগের সভাপতি মো: জাকারিয়া, শ্রীমঙ্গল সাবেক উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নেতা মো: ইউসুফ আলী,
অনুষ্ঠানে জেএসসি ও এসএসসি পরীক্ষায় উর্ত্তীণ মেধাবী ৮৪ জন ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়।বিটিইএসএ সারা দেশে মোট ১২টি অঞ্চল নিয়ে গঠিত। বর্তমানে সংগঠনের মোট সদস্য সংখ্যা প্রায় ২৫২৭জন। যারা দেশের ১৬৩টি চা বাগানের কর্মকর্তা ও কর্মচারী ।
সংগঠনের তিন বছর পর নির্বাচনের মাধ্যমে কেন্দ্রীয় কমিটিতে ৯জন কর্মকর্তা ও আঞ্চলিক কমিটিতে ২৪জন আঞ্চলিক প্রতিনিধি, মোট ৩৩জন সরাসরি নির্বাচিত হয়ে দুইজন সহযোগি সদস্য প্রতিনিধি কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন।