অঙ্কুশ-মাহির প্রথম ‘রোমিও ভার্সেস জুলিয়েট’ ভালোবাসা দিবসে
প্রকাশিত হয়েছে : ৬:৫৩:৪৩,অপরাহ্ন ২৪ নভেম্বর ২০১৪
বিনোদন ডেস্ক:: অঙ্কুশ-মাহির প্রথম জুটি বদ্ধ সিনেমা রোমিও ভার্সেস জুলিয়েট আসছে বছরের বিশ্ব ভালোবাসা দিবসে মুক্তি পেতে যাচ্ছে।
ইতিমধ্যে অশোক পতি ও আব্দুল আজিজ পরিচালিত ও জাজ মাল্টিমিডিয়া ও এস কে মুভিসের যৌথ প্রযোজনার এই সিনেমার শুটিং শেষ হয়েছে। সিনেমার ৯০ ভাগ শুটিং হয়েছে লন্ডন ও ভারতে। আর বাকী ১০ ভাগ শুটিং বাংলাদেশে।
জাজ মাল্টিমিডিয়ার প্রধান নির্বাহি কর্মকর্তা আলীমুল্লাহ খোকন জানিয়েছেন, ‘রোমিও ভার্সেস জুলিয়েটে’ শিরোনামের সিনেমাটি বিশ্ব ভালোবাসা দিবসে মুক্তি পাবে।
এর আগে সংবাদমাধ্যমে এই সিনেমাটি জানুয়ারিতে মুক্তি পাবে বলে যে সব খবর প্রকাশিত হয়েছিলো তা ভুল বলেও জানান তিনি।